বিগত কয়েকমাস ধরে বিভিন্ন মোবাইল কোম্পানী তাদের রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Offers) খরচ বাড়িয়েছে। যার ফলে যে সমস্ত গ্রাহক একাধিক সিম ব্যাবহার করতেন, তাদের অনেকেই একটি সিম বন্ধ করে দিয়েছেন। অনেকেই আবার অন্য কোম্পানীতে পোর্ট করবেন বলে ভাবছেন। তাই পোর্ট করার আগে এবং রিচার্জ করের আগে দেখে নেওয়া যাক কোন কোম্পানীতে রিচার্জের ক্ষেত্রে কি কি সুবিধা দিচ্ছে?
জিও রিচার্জ প্ল্যান (Jio Recharge Plans)
জিওতে পোর্ট করলে ফ্রিতেই পোর্ট করা যায়, তবে আপনাকে একটি প্ল্যান বেছে নিতে হবে। প্রথম রিচার্জ কমপক্ষে ২৩৯ টাকা করতে হবে, এতে ২৮ দিনের জন্য প্রতিদিন দেড় জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাবেন এবং তার সাথে ফ্রি হেলো টিউন্স, জিও সিনেমা, টিভি, জিও ক্লাউড বিনামূল্যে পাবেন। Mobile Recharge Offers
দ্বিতীয় মাস থেকে কমপক্ষে ১৯৯ টাকা রিচার্জ করতে হবে তাতে ২৩ দিনের ভ্যালিডিটি পাবেন। তবে জিওতে সবচেয়ে বেশী সুবিধা হলো অন্য মোবাই কম্পানীতে রিচার্জ শেষ হয়ে গেলে ১ সপ্তাহ থেকে ১৫ দিন পর থেকে ইনকামিং চলে যায়। কিন্তু জিও এর ক্ষেত্রে ৩ মাস পর্যন্ত ইনকামিং থাকে। তাই যারা মাসে মাসে রিচার্জ করতে চান না তারা অন্তত তিন মাস ইনকামিং পাবেন। Mobile Recharge Offers
এয়ারটেল রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plans)
এয়ারটেলে পোর্ট করতে চাইলে মাত্র ১৫৫ টাকায় ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস পাবেন। তবে সারা মাসে মাত্র ১ জিবি ডেটা পাবেন। তার সাথে হেলো টিউন্স, প্রাইম ভিডিও ও উইঙ্ক মিউজিক ফ্রিতে পাবেন। Mobile Recharge Offers
তবে যারা বেশী ডেটা চান তাদের কমপক্ষে ২৩৯ রিচার্জ করতে হবে, তাতে একই সুবিধার সাথে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাবেন ২৮ দিনের জন্য। কিন্তু প্ল্যান শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিচার্জ না করলে ইনকামিং কলের সুবিধা চলে যাবে।
ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান (VI Recharge Plans)
ভোডাফোন আইডিয়াতে পোর্ট করতে চাইলে মাত্র ১২৯ টাকায় ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং সারা মাসে মাত্র ১ জিবি ডেটা পাবেন। Mobile Recharge Offers
তবে যারা বেশী ডেটা চান তাদের কমপক্ষে ১৯৯ রিচার্জ করতে হবে, তাতে একই সুবিধার সাথে প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন ২৮ দিনের জন্য। কিন্তু প্ল্যান শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিচার্জ না করলে ইনকামিং কলের সুবিধা চলে যাবে।
বিএসএনএল রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plans)
এই ক্ষেত্রে রিচার্জের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে বিএসএনএল। নতুন সিম কিম্বা পোর্ট করতে চাইলে, বর্তমান অফারে মাত্র ১০০ টাকায় এক মাস আনলিমিটেড কলিং ও দেড় জিবি করে ডেটা পাবেন প্রতিদিন। ভ্যালিডিটি ২৮ দিনের জন্য। Mobile Recharge Offers
এবং দ্বিতীয় মাস থেকে মাত্র ৯৯ টাকায় ২২ দিনের জন্য আনলিমিটেড কলিং পাবেন। ৯৪ টাকায় ৪৫ দিনের জন্য ২০০ মিনিট টকটাইম, ৩ জিবি ডেটা ও ভ্যালিডিটি পাবেন। ৯৮ টাকায় দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা ও আনলিমিটেড কলিং পাবেন। Mobile Recharge Offers
১৯৮ টাকায় ২ জিবি করে ডেটা ও ৫০ দিন ভ্যালিডিটি পাবেন। ৪২৯ টাকায় ৮১ দিনের ভ্যালিডিটি ও প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। ৬৯৯ টাকায় ১৬০ দিনের জন্য প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা ও প্রত্যেকটি প্ল্যানেই আনলিমিটেড কলিং ফ্রি রয়েছে।
উপরোক্ত সমস্ত প্ল্যান বিশ্লেষণ করলে দেখা যায় সব দিক দিয়ে বিএসএনএল এগিয়ে। শুধুমাত্র নেট এর স্পীড একটি কম রয়েছে। কিন্তু সব জায়গায় 4G চালু হয়ে গেলে, এর চেয়ে বেশী সুবিধা আর কারো নেই। অন্যদিকে জিও এর প্ল্যান ও মন্দ নয়। বিশেষ করে তাদের নেট স্পীড এবং সার্ভিস খুবই ভালো।
এবার আপনার এলাকায় কোন নেটওয়ার্ক ভালো সেই অনুযায়ী প্ল্যান পছন্দ করুন। কোন প্ল্যানটি আপনার ভালো লেগেছে, নিচে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। Mobile Recharge Offers
আরও পড়ুন, জিও দিচ্ছে দুই বছরে আনলিমিটেড প্ল্যান, কিভাবে পাবেন?
Jio Airtel VI – পাল্লা দিয়ে ফ্রি ডেটা দিচ্ছে সবাই, দেখুন কে বেশি সস্তায় দিচ্ছে?