WB Madhyamik 2022 – মাধ্যমিকের রিপোর্ট কার্ড।
অতিমারীর প্রভাব কাটিয়ে দীর্ঘ 2 বছর পর আবার অফলাইনে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik 2022)। কেমন হলো পরীক্ষার্থীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, সেই নিয়ে রইলো বিস্তারিত আলোচনা।
ভালো মন্দ মিশিয়ে মোটামুটি নির্বিঘ্নেই শেষ হলো এবারের মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik 2022)। যদিও পরীক্ষার্থীরা একটু দুশ্চিন্তা তেই ছিল, কারণ মহামারী আবহে তারা ঠিক মতো ক্লাস পায়নি, শিক্ষক শিক্ষিকা রাও ঠিক মতো গাইডেন্স দিতে পারেননি ছাত্রছাত্রীদের।
অনেক প্রান্তিক ছাত্রছাত্রীরা ঠিক মতো অনলাইন পড়াশোনায় মনোযোগ করতে পারেনি নানা পারিবারিক ও আর্থিক অসুবিধায়। তার উপর অনলাইনে ক্লাস করতেও তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। সব দিক বিচার বিবেচনা করেই তারা এবারের মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik 2022) নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় ছিল। যদিও তাদের কথা চিন্তা করেই এবার মাধ্যমিক এর সিলেবাসে কাটছাঁট করা হয়।
মাধ্যমিক পরীক্ষার (WB Madhyamik 2022) দ্বিতীয় দিনের ইংরাজি প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়ে ওঠে নেট মাধ্যম, যদিও পরে দেখা যায় সেটি ভুয়ো। তবে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ছাত্রছাত্রীদের ইতিহাস প্রশ্ন নিয়ে।
এবারের ইতিহাস এর প্রশ্ন তাদের মতে মোটেই সন্তোষজনক নয়, শিক্ষকরাও ছাত্রছাত্রী দের এই মতের সাথে একমত । অনেকে ইতিহাস পরীক্ষা (WB Madhyamik 2022) পুনরায় নেওয়ার দাবি ও জানিয়েছেন।
মোটামুটি কিছু ঐচ্ছিক বিষয় বাদে বাদবাকি পরীক্ষাগুলি নির্বিঘ্নেই শেষ হয়েছে বলা যেতে পারে। কিছু জায়গায় খুব কড়া গার্ড দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীদের একাংশ।
আরও পড়ুন, মাধ্যমিকের উত্তর না বলে দেওয়ায় মাথা ফাটল ছাত্রের, আক্রান্ত তার বাবাও।
যদিও পরীক্ষা শেষের আনন্দ ছাত্রছাত্রী দের থেকে ভালো কেই বা বুঝতে পারে। কারন আজ পরীক্ষা সেশের ঘন্টা বাজতেই এক পশলা আবীরের রঙ্গে রাঙ্গিত হয় তাদের মুখ। আর রেজাল্টের দিনেও যেন এই রঙটা লেগে থাকে সেই কামনাই রইলো। জীবনের প্রথম বড় ধাপ পেরোনো সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষের অভিনন্দন আমাদের তরফ থেকে।
এবারের মাধ্যমিক পরীক্ষা কেমন গেল? আমাদের নিয়মিত পাঠকেরা অবশ্যই একটি করে কমেন্ট করবেন। এই পরীক্ষা নিয়ে এতদিন অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, তাই শেষ লগ্নে এসে আপনাদের মতামত আমাদের পাথেও হয়ে থাকবে।
আরও পড়ুন, ক্লাস হয়নি, মাধ্যমিক পরীক্ষায় এতো কড়াকড়ি কেন, প্রশ্নের মুখে পর্ষদ।
গ্রাহক বাড়াতে আবার দুই বছর কল, নেট সব ফ্রি করে দিলো জিও, দেখুন