Make Money from Instagram – ইন্সটাগ্রাম থেকে ইনকাম করুন লক্ষাধিক টাকা!
এই মূহুর্তের অন্যতম জনপ্রিয় জায়গা সময় কাটানোর ইন্সটাগ্রাম। এখানে ফলোয়ার বাড়ানোর জন্য লোক যেমন লক্ষাধিক (Make Money from Instagram) টাকা খরচা করে ঠিক তেমন এখান থেকে রোজগারেরও পথ আছে।
পৃথিবীর সব প্রান্তের সেলিব্রিটির এখানে অ্যাকাউন্ট আছে। প্রত্যেকেই চায় নিজের ফলোয়ার বাড়াতে। আর এর মধ্যেই লুকিয়ে আছে ইনকামের রাস্তা (Make Money from Instagram)। এই ফলোয়ার বাড়ানোর ফল ও পায় নিজের হাতে অনেকে। দেখে নিন সেই পথগুলি।
অ্যাফিলিয়েট মার্কেটিং-
আপনার মাধ্যমে অন্য কোম্পানি প্রোডাক্ট বেচতে চাইবে। আপনাকে তারা ব্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ব্যাবহার করবে। এর বিনিময়ে আপনি আপনার মত অনুযায়ী টাকা পাবেন। তার জন্য নিজের প্রোফাইলটার ফলোয়ার যেন পাঁচ হাজার বা তার বেশি হয়।
যে প্রোডাক্ট বিক্রি হবে সেই প্রোডাক্টের কিছু একটা অংশ আপনাকে দেওয়া হবে। আর এটাকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। (Make Money from Instagram)
ফলোয়ার বাড়ানো-
আপনি যদি ইন্সটাগ্রামের একজন সেন্সসেশন হন তাহলে আপনাকে অন্যরা তাদের ফলোয়ার বাড়াতে হায়ার করতে চাইবে। আজকের দিনে সবাই এই ইন্সটাগ্রামে ফলোয়ার বাড়াতে চায়। তাই আপনার কাজ পেতেও কোনো সমস্যা হবেনা। আপনাকে সব রিচার্চ করতে হবে কারা আপনার অ্যাকাউন্টের ফলোয়ার হতে চায় টাকার মাধ্যমে। সেই বুঝে ক্লায়েন্ট ডিল করবেন। Make Money from Instagram
রিসেল –
পুরোনো জিনিস বেচার একাধিক অ্যাপ আছে। সেই অ্যাপগুলি ডাউনলোড করুন। আপনি আপনার থ্রুতে বিক্রি করবেন। এই ক্ষেত্রে যেমন মেসো ধরুন অন্যতম বড়ো মাধ্যম। সেখানে আপনি আপনার অ্যাকাউন্টে ফটো লিঙ্ক প্রতিদিন পেস্ট করে বিক্রি করুন জিনিস।
নিজের ফটো বিক্রি-
আপনি নিজের ফটো হাই কোয়ালিটির তুলে ইন্সটাগ্রামে পোষ্ট করুন। সেখান থেকে যে কেউ কিনে নিতে পারে আবার আপনিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রোমোটিং এর জন্য বেচতে পারেন। Make Money from Instagram
নিজের জিনিস বিক্রি-
ধরুন আপনি নিজে ব্যাবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে চান সেক্ষেত্রে আপনি নিজের জিনিস প্রোফাইল অথবা পেজ থেকে বিক্রি করতে পারেন।
আরও পড়ুন, মোবাইল ফোনের ক্যামেরাকে কাজে লাগিয়ে অনলাইনে ইনকাম করার সেরা উপায়।