Post Office Rules – ১ এপ্রিল থেকে পোস্ট অফিসের সেভিংস স্কিমে লাগু হচ্ছে নতুন নিয়ম, রইল বিস্তারিত বিবরণ
পিপিএফের পর এবার পোস্ট অফিসের সেভিংস স্কিমেও নিয়ম (Post Office Rules) বদল হতে চলেছে। ইন্ডিয়া পোস্ট এখন পোস্ট অফিস থেকে সঞ্চয়ের ক্ষেত্রে সুদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে। সময় থাকতে জেনে নিন।
চলতি বছরের আগামী ১ এপ্রিল থেকে সুদের টাকা আমানতকারীরা আর নগদে ক্যাস টাকা হাতে পাবেন না। আপনারও কি পোস্ট অফিসে এই স্কিমে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এক নজরে দেখে নিন বিশদ বিবরণ (Post Office Rules)।
বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, আমানতকারীরা ১ এপ্রিল, ২০২২ থেকে মাসিক আয় প্রকল্প বা এমআইএস, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD)-র টাকা নগদে পাবেন না। তার বদলে সরকার কর্তৃক সুদের টাকা সরাসরি ভাবে সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। এই নতুন নিয়মে (Post Office Rules) আমানতকারীরা মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সুদের হারেও যদি টাকা নিতে চান তাহলেও এই নিয়মই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এক্ষেত্রে বিনিয়োগকারী যদি তার সেভিংস স্কিমের সাথে পোস্ট অফিসের বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে না থাকেন তাহলে ৩১ মার্চ, ২০২২ এর আগে পোস্ট অফিসের স্কিমটিকে সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। ব্যাংকের থেকে সুদের হার বেশি হওয়ায় পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করেন বহু বিনিয়োগকারী। (Post Office Rules)
তবে ১ এপ্রিলের আগে অ্যাকাউন্ট লিঙ্ক করানো না হলে প্রাপ্ত সুদ পোস্ট অফিসে বিভিন্ন অফিস অ্যাকাউন্টে জমা হবে এবং তা কেবল পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে তোলা যাবে। প্রসঙ্গত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম আগেই চালু করেছে রিজার্ভ ব্যাংক, এবার এই নিয়ম পোষ্ট অফিসেও চালু হতে চলেছে।
SCSS, MIS, TD-এর ক্ষেত্রে সুদের হার বেশি হওয়ায় আমানতকারীরা এগুলিতে বেশি বিনিয়োগ করে থাকেন। তাই পোস্ট অফিসের এই নতুন নিয়মটিও আমানতকারীদের মেনে চলতে হবে। আপনারও যদি এই স্কিমে অ্যাকাউন্ট থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব লিঙ্ক করানোর ব্যবস্থা করুন।
LIC এর বিরুদ্ধে ৭৫,০০০ কোটি টাকার কর বকেয়া মামলা, এবার কি হবে?