Madhyamik Life Science Suggestion 2022 PDF Free Download – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ ফ্রী ডাউনলোড

WBBSE Madhyamik Life Science Suggestion 2022 PDF Free Download – লাস্ট মিনিট মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

WBBSE Madhyamik Life Science Suggestion 2022 PDF on Reduced Sylabus – ১০০% কমন মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022 PDF Free Dounload

Topics : WBBSE Madhyamik Life Science suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Life Science suggestion 2022.

বিশেষ বিশেষ অংশ

বিভাগ ‘ক’

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো  ১×১৫=১৫ Madhyamik Life Science Suggestion 2022 PDF

১) বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য সাহায্য করে- ক) অক্সিন খ) ডিক্লেরেলিন গ) সাইটোকাইনিন ঘ) ইথিলিন।
২) প্রাণী দেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজ করে- ক) নিউরোন খ) উৎসেচক গ) হরমোন ঘ) রক্ত।
৩) BMR নিয়ন্ত্রন করে -ক) STH খ) থাইরক্সিন গ) ACTHঘ) মুবাগন।.
৪) গমনে অক্ষম প্রাণী হলো- ক) কেঁচো খ) শামুখ গ) প্রবাল ঘ) চিংড়ি।
৫) নালিবিহীন গ্রন্থিকে বলে? – ক) অন্তক্ষরা গ্রন্থি খ) বহিঃ ক্ষরা গ্রন্থিগ) মিশ্র গ্রন্থিঘ) প্রভু গ্রন্থি।

৬) মানুষের মস্তিকে স্নায়ুকোশের সংখ্যা প্রায়- ক) ১০ টি খ) ১০ লক্ষ গ) ১০ হাজার গ) ১০ শত কোটি। Madhyamik Life Science Suggestion 2022 PDF
৭) কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে সেটি হলো- ক) GI খ) S গ) G2 ঘ) M দশা।
৮) যৌন জননের একক হলো – ক) রেণু খ) শুক্লাশয় গ) ডিম্বাশয় ঘ) গ্যামেট।
৯) কোন উদ্ভিদ অর্ধবায়ব কান্ডের সাহায্যে জনন সম্পন্ন করে ? -ত) কচুরিপনা খ) আদা গ) পাথরকুচি ঘ) জবা। EK24 News Madhyamik Life Science Suggestion 2022 PDF
১০) কোনটি পক্ষীপরাগী উদ্ভিদ ? ক) ধান খ) শিমুল গ) গম ঘ) আম।

১১) নিষিক্ত ডিম্বানুকে বলে- ক) জাইগোট খ) গ্যামেট গ) স্পোর ঘ) ডিম্বানু।
১২) কীটপতঙ্গের মাধ্যমে পরাগসংযোকে বলে- ক) হাইড্রোফিল থ) মোফিলি ()) এন্টোমেফিলি ঘ) অরনিথোফিলি।
১৩) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হলো -ক) ব্যারোমিটার খ) অক্সানোমিটার জেসকোগ্রাফ গ) মাইক্রোস্কোপ।
১৪) পুং ও স্ত্রী গ্যামেট এর মিলনকে বলে – ক) জাইগোট খ) স্পোর গ) নিষেক ঘ) জোনেসিস।
১৫) যে দশায় মানবদেহের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে সেটি হলো- ক) সদ্যেজাত খ) শৈশব গ) বার্ধক্য ঘ) বয়ঃসন্ধিকাল।

১৬) বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে- ক) অ্যামিবা খ) হাইড্রা গ) ইস্ট ঘ) রেনু। ১৭) মাছের নিষেক পদ্ধতি হলো – ক) বহিঃখ) অন্তঃগ) উভয় প্রকার ঘ) কোনোটিই নয়।
১৮) সদ্যজাতের বয়স হলো- ক) 0-3 খ) 4-11 গ) 3-7 ঘ) 7-11 বছর
১৯) এক সংক্রর পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হলো- ক) 3:1 খ) 1:1 গ) 2:1 ঘ) 2:4
২০) স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো- ক) XY খ) YY গ) XX ঘ) XO

২১) মেন্ডেল তাঁর সংকরায়ন পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেন- ক) বেগুন খ) টমাটো গ) মটর ঘ) ধান।
২২) মানুষের শুক্রানুতে সেক্স ক্রোমোজোম হল- ক) Xখ) X ও Y গ)Y ঘ) কোনোটিই নয়।
২৩) মহিলাদের ডিম্বানুতে ক্রোমোজোম সংখ্যা হল- ক 22+Y খ) 22+ X () 44 – XX ) YX
২৪) মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হল- ক) প্রকট বৈশিষ্ট খ) প্রচ্ছন্ন বৈশিষ্ট গ) অসম্পূর্ণ প্রকটতা ঘ) কোনটিই নয়। Madhyamik Life Science Suggestion 2022 PDF
২৫) পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পত্তির যে সন্তান জন্মগ্রহন করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা কত শতাংশ? ক) ১০০ খ) ২৫ গ) ৭৫ ঘ) ৫০।

২৬) তাপক্ষয়কারী ও তাপ উৎপাদনকেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত তা নির্ণয় করো – ক) পনস খ) সেরিবেলাম গ) মেডালা ঘ) হাইপোথ্যলামাস।
২৭) মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরুপন করো- ক) ১০ খ) ১২ গ) ৩১ ঘ) ২১ জোড়া।
২৮) মানবদেহের মাইটোসিম কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম রুটি DNA অনু কুন্ডলীকৃত হয়ে গঠিত তা স্থির করে ক) ৪৬ খ) ১ গ) ২৩ ঘ) অসংখ্যা।
২৯) কোনটি DNA এর গঠনগত উপাদান নয়?- ক) থাইমিন খ) ইউরাসিল ক্ষারক গ) অক্রিরাইরোজ। Madhyamik Life Science Suggestion 2022 PDF
৩০) কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনো টাইপের জন্য দায়ী তা বাছাই করো ক) RRYY ও ITyy খ) RRYy ও RrYy গ) RRyy ও Riyy. ঘ) IrYYও rYy।

উত্তর- ১) খ ২) গত) খ ৪) গ ৫) ক ৬ ) ঘ ৭) ৮) ঘ ৯) ১০) (১১) ক১২) গ১৩) খ ১৪) গ১৫) ঘ ১৬) ক ১৭) ক ১৮) ক১৯) ক২০) গ ২১) গ ২২ ) খ ২৩) খ ২৪ ) ক ২৫) খ ২৬) খ (২৭) খ ২৮) খ ২৯) খ ৩০) ঘ।

মাধ্যমিকের বাকি সমস্ত পরীক্ষার সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করুন

(বিভাগ-খ)

2। নীচের ২৫ টি প্রশ্ন থেকে যে কোনো ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
1। নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি)   ১x২১ = ২১

১) মানুষের চোখের লেন্সের ফোকাসদৈঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ——-বলে।
২) —— হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
৩) আয়োডিনের অভাবে —— হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।
৪) মুটিয়াস ম্যাক্রিমাস হল একটি —– পেশি।
৫) গমনে সক্ষম একটি উদ্ভিদ ——-। Madhyamik Life Science Suggestion 2022 PDF

৬) ICSH ——– গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
৭) দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে ——বলে।
৮) —– কে বংশগতির জনক বলা হয়।
৯) বংশগতির একক কে—–বলে।
১০) বর্ণান্ধতার জন্য দায়ী জিন —– ক্রোমোজোম থাকে।

উত্তর :- ১) উপযোজন, ২) অ্যাড্রিনালিন, ৩) থাইরক্সিন, ৪) অ্যাবডাকটর, ৫) ভলভর, ৬) পিটুইটারী, ৭) নিষেক, ৮) মেন্ডেলকে, ৯) জিন, ১০) X ।

2। নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কর যে কোন পাঁচটি।
১) কাশি একটি প্রতিবর্ত ক্রিয়া।
২) বিশৃদ্ধজীব সর্বদা হেটে রোজই গোট হয়।
৩) মেণ্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগগুলোর বর্ণনায় ‘জিন’ শব্দটি ব্যবহার করেছিলেন।
৪) মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে ‘স্ব’ অথবা ‘ইতর’ পরাগযোগ ঘটানো যায়।
৫) মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।

৬) ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
৭) DNA তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনে সঙ্গে যুক্ত থাকে।
৮) সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
৯) ইনসুলিন অ্যান্টিডায়াবেটিক হরমোন।
১০) গলগন্ড রোগ হয় সাধারণত থাইরক্সিন কম ক্ষরণে। Madhyamik Life Science Suggestion 2022 PDF

উত্তর : ১) সত্য, ২) মিথ্যা, ৩) মিথ্যা, ৪) সত্য, ৫) মিথ্যা, ৬) মিথ্যা ৭) মিথ্যা, ৮) মিথ্যা, গ) সত্য, ১০) সত্য।

3। A স্তস্তে দেওয়া শব্দের সঙ্গে B স্তস্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তস্কের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুণরায় লেখো। যেকোন পাঁচটি।

A স্তম্ভB স্তম্ভ
1) অ্যান্টিডায়াবেটি হরমোণ
2) অ্যান্টিডাই ইউরেটিক
3) ক্যালোরিজেনিক হরমোন
4) ইমারজেন্সি হরমোন
5) মাতৃদুগ্ধ ক্ষরণকারী হরমোন
6) ফল পাকাতে সাহায্য করে উত্তর
a) থ্যাইরক্সিন।
b) ইনসুলিন।
c) প্রোল্যাকটিন।
d) ভেসোপ্রেসিন।
e) অ্যাড্রিনালিন।
f) ইথিলিন।  

উত্তর – 1) b, 2).d, 3) a, 4) e5) c. 6) f]
২)

A স্তম্ভB স্তম্ভ
1) CSF
2) কোরয়েড  
3) প্রোল্যাকটিন
4) হাইপ্রোথ্যালামাস
5) অ্যাড্রিনালিন
6) ডায়াবেটিস ইনসিপিডাস
7) অ্যাসিটাইল কোলিন  
a) হৃৎস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে।
b) প্রসবের পর স্তনগ্রথি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়।
c) ঘন ঘন মূত্রত্যাগ করতে হয়।
d) নিউরোট্রান্সমিটার।
e) রক্তজালক ও মেলানিন রঞ্জক সমৃদ্ধ।
f) ক্ষুধা, তৃয়া, জলসাম্য ও তাপমাত্রা নিয়ন্ত্রন।
g) বৈদ্যুতিক শক্ প্রতিরোধ।  

উত্তর:- 1) g, 2 ) e 3) b 4) f5) a 6) c 7) d.

4। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোন ছয়টি।       ১×৬=৬
১) বিসদৃশ শব্দটি বেছে লেখো:- TSH, ACTH GHT. CSF
২) বামনত্ব, গলগন্ড, থ্যালাসেমিয়া, মুধমেহ।
৩) হাইপোগ্লসাল, ট্রাইজেমিনাল, গ্লসোফ্যারিন জিয়াল, ভেগাস।

উত্তর:- ১) CSF, ২) থ্যালাসেমিয়া, ৩) ট্রাইজেমিনাল।

5। শূন্যস্থান পূরণ কর :
১) নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জ়োড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
১) মাইটোসিস / জাইগোট—————- জননমাতৃকোষ।
২) কাটিং / জবা———— পেয়ারা।
৩) প্রোফেজ : নিউক্লয় পর্দা ও নিউক্লিয়োলাসের অপলুপি———————নিউক্লিয়োলাসের পুণরাবিভাব।
৪) মাইটোসিস : ভ্রুনমূল: : মিয়োসিস ————-

উত্তর – ১) মিয়োসিস ২) টেলোফেজ ৩) গ্রাফটিং ৪) জাইগোট।

6। একটি বাক্যে উত্তর দাও
১) সোয়ান কোশ কোথায় থাকে ? উত্তর- স্নায়ুকোশের অ্যাক্রনের মায়োলিন শিথ ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে।
২) মায়েলিন শিথের কাজ কী? উত্তর- নার্ভের সুরক্ষা প্রদান / স্নায়ুর স্পন্দনের হার বৃদ্ধি।
৩) মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। উত্তর- চোখের ফোকাস দূরত্ব পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তুকে পরিস্কার ভাবে দেখতে সাহায্যে করে।
৪) অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্টে অবস্থিত তরলটি কাজ কী ? উত্তর- চোখের আকৃতি প্রদান করে।

৫) মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকারণের উদাহরণ দাও। উত্তর-অ্যালবিনিজাম।
৬) গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনো-টাইপ দুটির ফিনোটাইপ কি একই ?উত্তর-হ্যাঁ।
৭) মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F, জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? উত্তর- 9:3:3:1
৮) মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোনসূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর স্বাধীন বিন্যাস সূত্র।

(বিভাগ-গ)
৩। নীচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দু-তিনটি বাক্যে লেখো:২x১২ = ২৪

১) উদ্ভিদদেহে জিব্বেরেলিন কী কী শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে তা ব্যাখ্যা কর।
২) ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। Madhyamik Life Science Suggestion 2022 PDF
৩) মানবদেহে জনন-গ্রন্থি থেকে হরমোন ক্ষরনে GTH এর দুটি ভূমিকা লেখো।
৪) DNA ও RNA এর মধ্যে পার্থক্য লেখো। Madhyamik Life Science Suggestion 2022 PDF
৫) স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া-র অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?

৬) যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো।
৭) মানব বিকাশের অত্তিম পরিনতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লেখো । Madhyamik Life Science Suggestion 2022 PDF
৮) বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারনে কারগুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও।
৯) কোশচক্রের দুটি গুরুত্ব লেখো
১০) কোন কোন বাহক নীচের উদ্ভিদ গুলিতে পরাগ যোগ সম্পন্ন করে– ধান: পাতাঝাঁজি শিমুল: আম।

১১) অসম্পূর্ণ প্রকটতার ফলাফল একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা কর।
১২) দ্বিসংকর জনন পরীক্ষায় F জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y, R থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে ? Madhyamik Life Science Suggestion 2022 PDF
১৩) একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যাসন্তান হল। এই কন্যাসস্তাটির বর্ণান্ধ হওয়ার সম্ভবনা কতটা তা বিশ্লেষণ করো। Madhyamik Life Science Suggestion 2022 PDF
১৪) ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে-” — মটরগাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

১৫) মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো।
১৬) সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পত্তিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে? V
১৭) হিমোফিলিয়া রোগের দুটি কারণ লেখো।
১৮) বংশগতির একককে মেন্ডেল কী বলেন? বর্তমানে এই একককে কী বলা হয়?
১৯) পার্থক্য লেখো – Madhyamik Life Science Suggestion 2022 PDF

উত্তর – i) অ্যামাইটোসিস ও মাইটোসিস। ii) বৃদ্ধি ও বিকাশের। iii) চলন ও গমন। iv) উদ্ভিদ ও প্রাণী হরমোন। v) রোটেশন ও সারকুলেশন।

২০) ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কী বোঝায়?
২১) উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয় কেন?
২২) উত্তেজনার সময় গায়ের লোম খাড়া হয় কেন?
২৩) মানবচক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। Madhyamik Life Science Suggestion 2022 PDF
২৪) পিটুইটারি গ্রন্থিকে প্রভৃগ্রন্থি বলে কেন?

(বিভাগ ঘ)
৪। নীচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো।                   ৫×৬=৩০

১) স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো — র‍্যানডিয়ারের পর্ব, অ্যাক্সন হিলক, নিউরিলেমা, প্রান্তসন্নিকর্ষ। অথবা সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F. জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা কেটি ­­­­ক্রসের মাধ্যমে দেখাও। Madhyamik Life Science Suggestion 2022 PDF
২) মেন্ডেল দ্বারা নির্বাচিত মটরগাছের তিনজোড়া প্রকট প্রচ্ছন্নগুণ সারনির সাহায্যে লেখো। এক সংকরজনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। অথবা থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যাসন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে ভুল তা একটি ব্রুসের সাহায্যে দেখাও।

৩) উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো। অথবা একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে।
৪) কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন?“মিয়োসিস বৈশিষ্ট্য গতভাবে মাইটোসিস থেকে পৃথক” — তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে? অথবা একটি ফার্ণের জীবন Madhyamik Life Science Suggestion 2022 PDFচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও।

৫) একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে অংশগুলি চিহ্নিত করো — গ্রাহক, সং্যাবহস্নায়ু, চেষ্টীয় স্নায়ু, স্নায়ুকেন্দ্র। অথবা, মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো।

৬) একটি উদ্ভিদ কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার বা প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো — ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতত্ত্ব। অথবা জীবজগতে যে কোন তিনপ্রকার অযৌন জনন ব্যাখ্যা কর। ‘ইতরপরাগ যোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া’ বক্তব্যটি ব্যাখ্যা কর। অথবা, অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরোট্রান্স মিটার কাকে বলে? স্নায়ুগ্রন্থি কাকে বলে? Madhyamik Life Science Suggestion 2022 PDF

জীবন বিজ্ঞান সম্পূর্ণ সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন, মাধ্যমিক নিয়ে আবার বৈঠক, সবাইকে পাস করাতে হবে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment