Teacher Recruitment News – Primary, Organiser Teacher And Court Cases

প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে, নব নিযুক্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই কথাটি যেন সতিই মিলতে চলেছে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই ব্রাত্য বসুকে শিক্ষাদপ্তরের দায়িত্ব দেওয়া হয়। এর আগে মা মাটি মানুষের প্রথম ইনিংসে একবার স্বল্প সময়ের জন্য তিনি ব্যাট ধরেছিলেন। তখন ও ঝড়ো মেজাজে ব্যাটিং চালিয়েছিলেন। শিক্ষক সংগঠনের এক মিটিঙে গিয়ে তিনে বলেছিলেন, প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ। শিক্ষকেরা একটা শিক্ষিত জাতি উপহার দেয়। আর তৃতীয় সরকারের আমলে তিনিই শিক্ষামন্ত্রী। আর এসেই ঘোষণা করেন প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে। এবং শিক্ষকদের বাড়ির কাছে বদলির জন্য যে নতুন উৎসশ্রী পোর্টাল খোলা হয়েছে, সেই পোর্টালের উদ্বোধনের দিনেও তিনি বলেছেন প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে, এবং সমস্ত মামলা নিস্পত্তি করে নিয়োগ দেওয়া হবে। আর এই কথার পর যে সত্যি সত্তিই বিকাশ ভবনে তৎপরতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই কোন কেসে কোন প্রার্থীরা আছেন, কোন কেসের কি অবস্থা, হিসেব নিকেস চলছে। এবং সুত্রের খবর শিক্ষক বদলী শেষ হলে কোন স্কুলে কত ভ্যাকাঞ্চি হবে তার একটা ফাইনাল আপডেট আসবে। এবং তারপর আগে কেস গুল নিস্পত্তি করে আগে নিয়োগ হবে। এবং তারপর যত ভ্যাকাঞ্ছি থাকবে নতুন TET হবে। অর্থাৎ আগে সমস্ত মামলার প্রার্থীপদ বিবেচনা হবে। আর যে মামলাগুলো ঝুলে আছে, তার মধ্যে অরগানাইজার দের মামলা উপরের সারিতে আছে। আর সেই নিয়ে অন্দরমহলে যে চাপ আসছে, সেই ইঙ্গিত ও মিলছে। আপনারা যদি আমাদের অ্যাপ ইন্সটল না করে থাকেন, পাশের লিঙ্ক ক্লিক করে ইন্সটল করুন। https://play.google.com/store/apps/details?id=com.ek24.info এই অ্যাপ এ বেশি খবর পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment