HS Exam New Routine PDF Download – উচ্চ মাধ্যমিকের নতুন রুটিন পিডিএফ ডাউনলোড করুন

HS Exam New Routine PDF Download – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত সূচী।

জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট পরীক্ষা একই দিনে হওয়ায় কয়েকটি পরীক্ষার দিন বদল করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

আর আজ এইমাত্র নতুন রুটিন ঘোষণা করলো সংসদ। দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষা পরিবর্তন হলো, কোন কোন পরীক্ষা একই দিনে হবে। HS Exam New Routine PDF Download

সাংবাদিকদের সাম্নেই, কিছুখন আগে, উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সূচী ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৯WBCHSE)।  উচ্চমাধ্যমিকের আজকের নতুন রুটিন অনুযায়ী, ১৬ এপ্রিলের পরীক্ষা হবে ১৩ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা হবে ১৮ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষা হবে ২৫ এপ্রিল এবং ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল। অর্থাৎ ৪টি পরীক্ষার দিন বদল হচ্ছে। HS Exam New Routine PDF Download

প্রসঙ্গত আগামী ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। আর ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও আজকের প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল।এদিকে জয়েন্ট এন্ট্রান্স( JEE Main) পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক (Higher Secondary 2022) শিক্ষা সংসদকে এ বারের উচ্চ মাধ্যমিকের চার দিনের পরীক্ষাসূচি পরিবর্তন করতে হল। তবে উচ্চ মাধ্যমিকের দিন বদল হলেও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন একই থাকবে। নিচে সংশোধিত রুটিন দেওয়া হলো। HS Exam New Routine PDF Download

পরীক্ষার দিনবিষয়
২ এপ্রিল (শনিবার)বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
৪ এপ্রিল (সোমবার)ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। <EK24 News>
৫ এপ্রিল (মঙ্গলবার)ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
৬ এপ্রিল (বুধবার)বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।
৮ এপ্রিল (শুক্রবার)অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
৯ এপ্রিল (শনিবার)কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
১১ এপ্রিল (সোমবার)ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
১৩ এপ্রিল (বুধবার)কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
১৩ এপ্রিল (বুধবার)কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি। ১৬ এপ্রিল ছিল পরীক্ষা।
২৫ এপ্রিল (সোমবার)স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা ১৮ এপ্রিল ছিল।
২৬ এপ্রিল (বুধবার)ইকোনকিমস। এই পরীক্ষা ২০ এপ্রিল ছিল।
HS Exam New Routine PDF Download

সম্পূর্ণ রুটিনের পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

পুরাতন ১ টাকার কয়েন থাকলেই মালামাল, অনলাইনে লাখ টাকায় বেচুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment