WB HS Exam 2022 New Routine PDF Download – উচ্চ মাধ্যমিকের রুটিন বদলে গেলো।

WB HS Exam 2022 New Routine PDF: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি নিয়ে পর্ষদের ঘোষণা।

গত সপ্তাহে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার সূচি ঘোষিত হয়। আর দেখা যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Exam 2022 New Routine PDF) রুটিনের সাথে কয়েকটি পরীক্ষার সূচী মিলে গেছে। যার জেরে পরীক্ষার দিন বদল করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

উচ্চমাধ্যমিকের নতুন রুটিন পেতে নিচে লিংক রয়েছে সেখান থেকে ডাউনলোড করুন

আর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি (WB HS Exam 2022 New Routine PDF) নিয়ে আবার বড় ঘোষণা সংসদের। যেহেতু কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা সমস্ত রাজ্যের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে তাই রাজ্যই সিদ্ধান্ত নেয় Higher Secondary Exam 2022 এর রুটিন পরিবর্তন করার। কিন্তু সব পরীক্ষা পরিবর্তন হবে না বলে আগে থেকেই জানিয়ে দেয় সংসদ।

গত পরশু রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক এই পরীক্ষা সূচি পরিবর্তন হতে পারে সেই সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আর সেই সিদ্ধান্ত মত একটি সূচী ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে সংসদ। WB HS Exam 2022 New Routine PDF

পরীক্ষার নতুন সূচী নিয়ে সংসদের ঘোষণা

আর সেই চূড়ান্ত রুটিন আগামীকাল সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। সেই রূটিনের পিডিএফ (WB HS Exam 2022 New Routine PDF) আপনারা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন।

কোন কোন পরীক্ষার দিন বদলে যাচ্ছে

এবার প্রশ্ন হচ্ছে কোন কোন পরীক্ষা গুলির দিন পরিবর্তন হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে সংসদ জানায়, বিজ্ঞান বিভাগের কয়েকটি বিষয় এবং কলা বা আর্টস বিভাগের কয়েকটি বিষয়ের পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার সূচি এক হয়ে গিয়েছে। তাই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে জয়েন্ট ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষায়ই অংশগ্রহণ করতে পারে, তাই রাজ্যই শেষ পরীক্ষা গুলোর রুটিন বদলে দিচ্ছে।

গতকাল সংসদ জানায়, যে পরীক্ষাগুলো জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার দিনে পড়েছে সেইদিনগুলি পরিবর্তন করা হচ্ছে। রুটিন আপলোড হয়েছে, নিচের লিঙ্কে ক্লিক করুন।

মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন পিডিএফ ডাউনলোড লিংক

বিজ্ঞান ও কলা বিভাগের রুটিন পরিবর্তন

জানা গেছে, বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি, এবং আর্টস এর ভূগোল সহ একাধিক পরীক্ষার দিন পাল্টে যাচ্ছে। প্রসঙ্গত আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষা হবে আগের ঘোষিত সময়েই। শুধু শেষ দিকের কয়েকটি পরীক্ষার দিন পাল্টে যাবে। এবছর আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিজেদের স্কুল বা হোম সেন্টারেই পরীক্ষা দেবে।

আগামীকাল বিকাল চারটেয় উচ্চ মাধ্যমিকের নতুন রুটিন এখানে পিডিএফ (WB HS Exam 2022 New Routine PDF) আকারে দেওয়া হবে। আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এবারের পরীক্ষা নিয়ে আপনাদের কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন।

উচ্চ মাধ্যমিকের নতুন রুটিন ডাউনলোড করুন

আরও পড়ুন, ৩ মাসের রিচার্জ করলে ১০২ টাকা ছাড় দিচ্ছে জিও

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment