WB Pension – টাকার অভাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারী কর্মীদের পেনশন ও গ্রাচুইটি।

WB Pension – টাকার অফাবে মিলছেনা পেনশন।

রাজ্যের এতো উন্নতি, তবুও নাকি পেনশন (WB Pension) দেওয়ার টাকা নেই! তাই কার্যত অর্থের অভাবে শিক্ষক ও অন্যান্য অবসরপ্রাপ্ত পেনশনারদের পেনশন বন্ধ হয়ে গেল।

সংবাদ সূত্রে জানা গেছে, বিগত ৬ মাস ধরেই রাজ্যে পেনশন (WB Pension) পাননি অবসরপ্রাপ্ত শিক্ষকদের একাংশ। যা জেরে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে হাজার হাজার পেনশনভোগীদের জীবন। কবে থেকে নিয়মিত পেনশন চালু হবে তার সদুত্তর মিলছেনা বার বার ব্যাংক পোষ্ট অফিসে গিয়েও।

শুধু পেনশনই (WB Pension) নয়, বন্ধ হয়ে গিয়েছে গ্র‍্যাচুয়িটিও (Gratuity). পোষ্ট অফিসে লাইন দেওয়া একাধিক অবসর প্রাপ্ত শিক্ষকের অভিযোগ, ‘পেনশন অফিসে গিয়ে যতবারই খোঁজ নিই বলা হয় দেরি হবে।

কত দেরি সেই উত্তরও দেয় না কেউ। কবে আবার পেনশন পাব তার উত্তর কেউ জানে না। আর কর্মজীবনের শেষে আর শেষ বয়সে এসে হতা গ্রাস করছে সিনিয়র সিটিজেনদের।

অন্যদিকে কলকাতার সল্টলেক পুর্ত ভবনে রোজই লাইন দিচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের একাংশ। তাদের আক্ষেপ ছয় মাস আগে অবসর নিলেও এখনও মেলেনি পেনশন (WB Pension)। ডি আই অফিস থেকে ছাড়পত্র হয়ে গেছে, কিন্তু ডিপিপিজি অফিস ফাইল ছাড়ছে না। মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু পেনশন চালু হচ্ছে না।

আরও পড়ুন, ইনকাম ট্যাক্স এর সমস্ত ছাড় উঠে যাচ্ছে, সবাই কে ট্যাক্স দিতে হবে

চাকরী চলে যাওয়ার পর জীবনধারনের জন্য ঐ পেনশনটাই একমাত্র সম্বল। কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে কিন্তু পেনশন (WB Pension) মিলছে না। আর সেই সাথে পাচ্ছে না গ্র‍্যাচুয়িটির টাকাও। অন্যদিকে সরকারী কর্মী মহল থেকে শোনা যাচ্ছে, রাজ্য কোষাগার শূন্য। তাই টাকা এলোট করছে না অর্থ দপ্তর। এবার কি হবে? উত্তর নেই কারো কাছে।

পোষ্ট অফিসে এককালীন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন লাখ লাখ টাকা, নতুন বছরের সেরা স্কীম

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment