WBBSE Madhyamik History Suggestion 2022 PDF Free Download – লাস্ট মিনিট মাধ্যমিক ইতিহাস সাজেশন
WBBSE Madhyamik History Suggestion 2022 PDF on Reduced Sylabus – ১০০% কমন মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 PDF
Topics : WBBSE Madhyamik History suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik History suggestion 2022.
Highlights
বিভাগ – খ
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর লিখতে হবে
১) মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে কবে? উঃ- ১৯১১ খ্রীঃ।
২) সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উঃ- দ্বারকানাথ বিদ্যাভূষণ।
৩) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উঃ- জাতীয় মহাফেজখানায়। Madhyamik History Suggestion 2022
৪) বিপিনচন্দ্র পালের আত্মজীবনি গ্রন্থের নাম কী? উঃ- সত্তর বৎসর।
৫) বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয়? উঃ উনিশ শতককে।
৬) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে ছিলেন? উঃ- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৭) কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উঃ- ১৮২৪ খ্রিঃ।
৮) কতখ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়? উঃ ১৮৬০।
৯) বাংলার ‘ওয়াট টাইলার’ কাদের বলা হয়? উঃ- দিগম্বর বিশ্বাস ও বিষুচরণ বিশ্বাস। EK24 news Madhyamik History Suggestion 2022
১০) “হেদায়তি’ নামে কারা পরিচিত? উঃ- তিতুমীরের অনুগামীরা।
১১) ভাগনা ডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত? উঃ- সাঁওতাল বিদ্রোহের।
১২) ভারতমাতা চিত্রটি কোন্ ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত? উঃ- বঙ্গভঙ্গ। ১৩) গোরা উপন্যাস কে রচনা করেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪) সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? উঃ- দ্বিতীয় বাহাদুর শাহ।
১৫) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উঃ- ১৮০০ খ্রীঃ।
(ঠিক বা ভুল নির্ণয় করো) Madhyamik History Suggestion 2022
বিভাগ-গ
দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোন ১১টি। ২×১১=২২
১) ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন?
২) ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা লেখো।
৩) সামাজিক ইতিহাস বলতে কী বোঝ?
৪) আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অথবা, সরকারী নথীপত্র বলতে কী বোঝায়?
৫) সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
৬) ‘আত্মজীবনি এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়?
৭) মেকলে মিনিট কী? অথবা তিন আইন কী? / নববিধান কী?
৮) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
৯) মধুসূদনগুপ্ত কী কারণে স্মরনীয়? EK24 News
১০) চূড়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? সন্ন্যাসী ও ফকির ‘মহারানির ঘোষণাপত্রা এর মূল উদ্দেশ্য কী ছিল। বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
সম্পূর্ণ ইতিহাস সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন