Mobile Recharge Offers – জলের দামে রিচার্জ প্ল্যান, ১০৬ টাকায় তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা, কলিং।
জিও(Jio) এয়ারটেল (Airtel) ভি আই (VI) অন্যতম জনপ্রিয় টেলিকম ব্যবস্থা (BSNL Recharge Plan) একসময় এগুলির সস্তায় আকর্ষণীয় Mobile Recharge Offers প্যাকেজ মানুষকে এই পরিষেবাগুলো ব্যবহার করতে আকর্ষিত করতো। জিও ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পরই আনলিমিটেড ফ্রি প্যাকেজ এনে মানুষের ইন্টারনেট ব্যাবহারের প্রবনতাকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে।
কিন্তু বর্তমানের এই সংস্থাগুলির রিচার্জ (Mobile Recharge Offers) প্ল্যানগুলি উচ্চদামে পরিণত হয়েছে, রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির সাথে সাথে রিচার্জের বৈধতাও হ্রাস রয়েছে। তাই সম্প্রতি বিএসএনএল (BSNL) এই বেসরকারি সংস্থা গুলি কে পাল্লা দিয়ে খুবই সস্তায় আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এই রিচার্জ প্ল্যানের আকর্ষনীয় অফার গুলো শুনলে আপনি চমকে যাবেন। বিএসএনএল এর এই নতুন রিচার্জ প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১০৬ টাকার বিএসএনএল এর রিচার্জ অফার:
বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাবেন ১০৬ টাকায় দুর্দান্ত রিচার্জ (BSNL Recharge Plan) অফার প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন সর্বমোট ৮৪ দিনের বৈধতা পাবেন , দৈনিক ডেটা ব্যবহার করার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনি চাইলেই কোনদিন ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন আবার কোন দিনও ৫ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
দৈনিক ডেটার লিমিট শেষ হয়ে গেলে অতিরিক্ত ডেটা প্যাক রিচার্জের আর প্রয়োজন হয়না এই রিচার্জে (Mobile Recharge Offers)। কারণ এর মধ্যে দুই দৈনিক কোনো ডেটা লিমিট নেই। এই রিচার্জের মাধ্যমে আপনি পাচ্ছেন আনলিমিটেড ডেটা এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে এবং এর সাথে থাকবে আনলিমিটেড কলিং এবং পেয়ে যাবেন সম্পূর্ণ বিএসএনএল টিউন্স (BSNL Tunes)।
প্রাসঙ্গিকভাবে বলা যায় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) এর একটি সমীক্ষা অনুযায়ী বিএসএনএল সংস্থার এক মাসে ১ মিলিয়ন এর থেকেও বেশি গ্রাহক বৃদ্ধি হয়েছে। বিভিন্ন বেসরকারি টেলিকম কোম্পানিগুলোকে পিছনে ফেলে দিয়েছে বিএসএনএলের সস্তায় প্রিপেইড প্ল্যানগুলো 9Mobile Recharge Offers)। টেলিকম অথরিটির রিপোর্ট অনুযায়ী , ২০২১ সালের ডিসেম্বরে ১২.৯ মিলিয়ন গ্রাহক হারিয়েছে।
অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল ওই মাসেই ১.১ মিলিয়ন গ্রাহক হারিয়েছে এবং ভোডাফোন আইডিয়া ডিসেম্বর মাসে ১.৬ মিলিয়ন গ্রাহক হারিয়েছে। এই দিকে বিএসএনএল সংস্থা ক্রমশ তার গ্রাহক সংখ্যা বাড়িয়ে তুলছে। Mobile Recharge Offers
আরও পড়ুন, ৫০ টাকা রিচার্জ করলেই ৫০ টাকা ক্যাশব্যাক, কুপন কোড নিন