Madhyamik 2022 – মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলকে দেওয়া হবে।

Madhyamik 2022 – মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।

বহু জল্পনার পর অবশেষে নির্ধারিত সূচী মেনে আগামী ৭ মার্চ থেকেই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022)। এদিকে পরীক্ষার্থীদের দাবী স্বত্তেও পরীক্ষা হচ্ছে বাইরের পরীক্ষা কেন্দ্রে। যদিও বাড়ীর কাছেই পরীক্ষা কেন্দ্র হবে বলে আশ্বস্ত করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)।

গত বছর বিদ্যালয়ে ক্লাস না হলেও অনলাইনে ক্লাস চালু ছিলো, প্রতি মাসে একটিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সিলেবাস কমানো হয়েছে, বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়েছে। আর এবার পরীক্ষা (Madhyamik 2022) শুরু করার প্রস্তুতি সম্পন্ন।

ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসনের মিটিং হয়েছে। পরীক্ষা (Madhyamik 2022) সঠিক ভাবে হওয়ার লখে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা ভীতি কমানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। এবার পরীক্ষার্থীদের সকলকে চারা গাছ এবং একটি করে পেন দেওয়ার পরিকল্পনা করছে বীরভূম জেলা প্রশাসন। আর এই খবর পেয়ে অন্যান্য জেলায় ও দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।

এই বিষয়ে বীরভূম জেলা শাসক বিধান রায় জানিয়েছেন, যেহেতু এক বছর পর মাধ্যমিক পরীক্ষা হবে তাই মাধ্যমিক (Madhyamik 2022) পরীক্ষার্থীদের হাতে একটি করে ফুলের চারা গাছ এবং একটি করে পেন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এক বছর পর পরীক্ষা হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে এই উদ্যোগ।

আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে, প্রথম পরীক্ষার (Madhyamik 2022) দিন প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে এই ফুল গাছের চারা এবং পেন পৌঁছে দেওয়া হবে। আর পরীক্ষার শেষে সকলের হাতে চারা গাছ এবং কলম তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, অতিমারির আতঙ্ক কাটিয়ে গত বছর প্রথম যেদিন নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়, সেদিন ও ফুল দিয়ে কিম্বা পেন দিয়ে সমস্ত পরীক্ষার্থীদের বিদ্যালয়ে স্বাগত জানিয়েছিলো বীরভূম জেলা। আর আবার একই উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করলো।

প্রিয় পাঠক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের সাজেশন পর পর আপলোড করা হয়েছে। নিচের লিংক গুলো থেকে অবশ্যয়ই ডাউনলোড করবেন। সম্পূর্ণ বিনামূল্যে কমনযোগ্য সাজেশন।

মাধ্যমিক বাংলা সাজেশন, ক্লিক করুন

মাধ্যমিক ইংরাজী সাজেশন, ক্লিক করুন,

মাধ্যমিক সাজেশন ২০২২

রিচার্জের দাম কমালো জিও, বিস্তারিত দেখুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment