Ration Card Aadhar Link – রেশন কার্ড বন্ধ হতে পারে, ৩১শে মার্চের আগে এই কাজগুলি করে নিন
পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের মতোই একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনতেই বিভিন্ন ডকুমেন্টের সংযুক্তিকরণ (Ration Card Aadhar Link) করাচ্ছে। আর এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে বড় নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ খাধ্য দপ্তর।
এর আগে রেশন কার্ডের ডিজিট্যাল হবার সাথে সাথেই আধার কার্ড ও সংযুক্ত হয়েছে (Ration Card Aadhar Link)। এবং বাড়ি বাড়ি গিয়ে ও দুয়ারে সরকারে রেশন কার্ডের কাজ হয়েছে। কিন্তু তাতেও ভুল ভ্রান্তি রয়ে গিয়েছে।
তাই মার্চেই আবার রেশন ও আধার লিংক (Ration Card Aadhar Link) নিয়ে আবার নির্দেশিকা জারি হলো। এবার নিজের ডিলারের কাছে খজ নিতে হবে, কবে এবং কিভাবে আধার লিংক করাবেন।
পশ্চিমবঙ্গ সরকারের দু ধরনের রেশন কার্ড আছে খাদ্য সাথী প্রকল্পের অধীনে। ২০১৬ সালে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল মুখ্যমন্ত্রী। তার রাজ্যের কোনো বাসিন্দাকেই তিনি অভুক্ত থাকতে দেবেনা বলে তিনি ভর্তুকি মূল্যে চাল, ডাল তুলে দিতে চান। ঐ প্রকল্পের অধীন পরিবারগুলি ৩৫ কেজি করে চাল , ডাল পায় ২ টাকা কেজি দরে।
রেশন কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার অভিযোগ উঠে আসে। মৃত ব্যক্তি, অনুপস্থিত দের কার্ড দেখিয়ে রেশন তুলে নেয়। রেশন ডিলারদেরও বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে আসে।
সরকার তাই পুরো নিয়মেরম(Ration Card Aadhar Link) মধ্যেই স্বচ্ছতা আনতে চাইছে। এখন ডিজিট্যাল হওয়ার পর রেশন নিয়ে দুর্নীতি অনেকাংশেই কমে গেছে। নতুন নিয়মানুযায়ী প্রত্যেক ব্যাক্তিকে রেশন নিতে হলে বায়ো আপডেট করতে হয় রেশন ডিলারের কাছে। কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের এই ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।
আরও পড়ুন, দেড়শ টাকার LED লাইট মাত্র দশ টাকায় দিচ্ছে সরকার, কিভাবে
খাদ্য সাথী প্রকল্পের এক অংশ যাদের আধার সংযুক্ত (Ration Card Aadhar Link) নেই তাদের করতেই হবে ১৯ শে মার্চের আগে। আর যাদের সংযুক্তি করার পরও এখনও আপডেট হয়নি, তাদের আবার কুরতে বলা হয়েছে।
যতদিন এই প্রক্রিয়া চলতে থাকবে ততদিন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বা ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে খাদ্য সাথী প্রকল্পের (Khadya Sathi) খাদ্য পেতে পারেন। চাল ডাল পাওয়া না হলে বন্ধ করে দেবে সরকার। এই সম্পর্কিত আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন, প্রতি বছরে বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার কিভাবে পাবেন দেখুন।