শিক্ষকের অভাবে বন্ধের মুখে স্কুল, বাড়ছে স্কুল ছুটের সংখ্যা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। শিক্ষকের অভাবে বন্ধের মুখে একাধিক স্কুল! দিন দিন বেড়ে চলেছে স্কুল ছুটের সংখ্যা৷ এ বিষয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ এর প্রেক্ষিতে এদিন আদালত জানায়, গোটা রাজ্যের সরকারি স্কুলগুলির কি অবস্থা? স্কুলগুলিতে ছাত্রসংখ্যা অনুপরাতে কতজন শিক্ষক-শিক্ষিকা আছেন, সেই রিপোর্ট হলফনামা আকারে হাইকোর্টে জমা দিতে হবে রাজ্যকে৷ এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাদেশ বিন্দালের ভিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের মন্তব্য, ডেটা ছাড়াই সরকারি স্কুল চালাচ্ছে রাজ্য৷ যদি রাজ্যের কাছে ডেটা না থাকে, তাহলে সেটা বিস্ময়কর! এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছে৷ যদিও আদালত মনে করে এর জন্য একটা দিনই যথেষ্ট৷ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য জমা দেবে রাজ্য৷