WB Madhyamik 2022 : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে পুনরায় রাজ্যের বড় ঘোষণা, ইন্টারনেট বন্ধ থাকবে প্রশ্ন ফাঁস আটকাতে
পুনরায় রাজ্য সরকার মাধ্যমিক (WB Madhyamik 2022) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরো একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নানা রকম দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু অতিমারি পরিস্থিতি বর্তমানে সামলে উঠতেই রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানারকম সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিককে কেন্দ্র করে আরো একটি বড় সিদ্ধান্ত ঘোষিত হয়।
রাজ্য সরকার মাধ্যমিক (WB Madhyamik 2022) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি কড়া পদক্ষেপ নেয়। সরকারের পক্ষ থেকে ২ বোর্ডের তরফে জানানো হয় পরীক্ষার প্রশ্নপত্র বাইরে না বেরিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে পরীক্ষা সংলগ্ন নির্দিষ্ট জায়গা গুলোতে।
অফলাইন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কী কী ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে সেই বিষয় নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বীবেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়ে এক বৈঠক গঠন করে। স্কুল শিক্ষা পর্ষদ একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের পরীক্ষার ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরে সেই বৈঠকে। WB Madhyamik 2022
সেই প্রেজেন্টেশনেই স্পষ্ট উল্লেখ করা হয় দুই বোর্ডের তরফে সরকারের আদেশ অনুযায়ী ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখতে হবে পরীক্ষা সংলগ্ন সমস্ত এলাকায়। আর দুই বছর আগের পুনরাবিত্তি যাতে না হয়, সেই জন্যই এই ব্যাবস্থা বলে মনে করা হচ্ছে।
তবে পূর্বেও মাধ্যমিক পরীক্ষার (WB Madhyamik 2022) ক্ষেত্রে পরীক্ষা চলার সময় ইন্টারনেট পরিষেবা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল পরীক্ষাকেন্দ্রের প্রায় ১০০ মিটারের মধ্যে। তবে এইবারে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে এই বিষয়ে। শিক্ষা দফতরের উদ্দেশ্যে রাজ্যের এই বৈঠকে পরীক্ষা কেন্দ্র গুলোতে সিসি টিভি লাগানোর কথা উল্লেখ করা হয়। স্কুল শিক্ষা পর্ষদের সমীক্ষা অনুযায়ী এবারে প্রায় ১১ লক্ষের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে।
তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় এবার অনেকটা কম, এবারে প্রায় ৮ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (WB Madhyamik 2022) রয়েছে। শিক্ষা পর্ষদের তরফে এই কনফারেন্সে বলা হয় মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে না নেওয়া হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারেই হবে।
এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে কড়া নির্দেশ ভালো পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে প্রতিটি হোম সেন্টারে। এমনিতেই ক্লাস হয়নি। তারপর এই নির্দেশে পরীক্ষার্থীরা আরো ভয় পাবে বলে মনে করছেন অবিভাবকেরা।
গত দু’বছর ধরে অতিমারি পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik 2022) হয়ে ওঠেনি। তাই এইবারে ২ বোর্ডের পরীক্ষা নিয়েই করা সিদ্ধান্তে আসে রাজ্যের শিক্ষা দপ্তর। এর আগে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন চিটিং করার অভিযোগ উঠেছিল তবে সেই অভিযোগ গুলো সব সঠিক নয় বলে জানায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক বোর্ড। কিন্তু এই বছরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যেন না আসে সেই বিষয়ে করার সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচী মেনেই, তবে পরীক্ষা কেন্দ্র নিজের বাড়ির কাছে
তাই পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় করে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik 2022) নিয়ে এই সিদ্ধান্তগুলো কতটা সঠিক সেই বিষয়ে আপনার কিছু মতামত থাকলে সেগুলো নীচে কমেন্ট এর মাধ্যমে জানান।