Business Opportunities – একটু বুদ্ধি খাটিয়ে এই ব্যাবসা আপনাকে জীবন গড়ে দেবে।
আমাদের প্রায় সকলেরই ধারনা, ব্যাবসা করতে হলে পুজি বা টাকার প্রয়োজন। কিন্তু যুগ বদলেছে, তাই এখন এমন কিছু ব্যাবসার আইডিয়া (Business Opportunities) দেব, যেখানে বিনা পুজিতেই আপনি নিজের ভবিষ্যৎ গড়তে পারেন। ফ্রীতেও ব্যাবসা করা যায়! এই অবিশ্বাস্য ঘটনা আজকালকার দিনে অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে। ইন্টারনেটের যুগে মানুষ এক লহমায় পৃথিবীর এপার ওপার জেনে ফেলছে।
এই ব্যাবসায় কি প্রয়োজন (Business Opportunities)?
আজকাল অনেক ব্যাবসাতেই পুজির প্রয়োজন হয়না। আর আমরা যে ব্যাবসার আইডিয়া সম্পর্কে জানাবো, তাতে একটু টেকনিক এবং পরিসংখ্যান জানতে হবে। তাহলেই আপনি এই ব্যাবসায় নাম করতে পারবেন। আর ইনকাম এর কোনও সীমা নেই। আপনার কাজের সাফল্য আপনার আয়ের রাস্তা প্রশস্ত করবে। শুধুমাত্র আপনাকে আপনার কাজের প্রচার টা ঠিক মতো করতে হবে। Business Opportunities
ব্যাবসার বিবরণ
আজ যে ব্যাবসার আইডিয়া দেব, সেই ব্যাবসার নাম কন্সাল্টেন্সি ব্যাবসা। ব্যাবসার নাম শুনেই স্কীপ করবেন না, পুরো প্রতিবেদনটি পড়ুন। এই ব্যাবসা নানান ধরনের হয়। তার মধ্যে কিছু আইডিয়া আপনার কাছে ইউনিক লাগতে পারে। Business Opportunities
প্রকারভেদ:
বাজারের অন্যতম জনপ্রিয় ব্যাবসা এখন কনসালটেন্সি ব্যাবসা। এখানে ইনভেস্টমেন্ট প্রথম দিকে বলা চলে খুব একটা বিশেষ লাগে না কিন্তু। আপনি একা যেমন শুরু করতে পারেন ঠিক তেমনই অনেককে নিয়ে কোম্পানি খুলতেই পারেন। সেই ভাবে চুক্তিবদ্ধ করে নিন। আর এই কাজগুলো (Business Opportunities) আপনি বাড়ি বসেই করতে পারেন। তাই বাইরে গিয়ে বা অফিস ভাড়া করার মতো অতিরিক্ত খরচও থাকবেনা। এক্ষেত্রে শুধুমাত্র সেবির অনুমোদন লাগবে।
কনসালটেন্সি ব্যাবসাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এর মূল কাজ হচ্ছে পরামর্শ দেওয়া। আপনার বুদ্ধি খাটিয়ে ক্লায়েন্টের সার্ভিস দেওয়া। এবার আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন ধরনের পরামর্শ দেবেন। কোনও কোম্পানীর আর্থিক পরামর্শদাতা হতে পারেন। মার্কেটিং এর পরামর্শ দিতে পারেন, কোনও কোম্পানীর নিয়োগের দ্বায়িত্ব নিতে পারেন। তবে বিভিন্ন ক্ষেত্রে আপনার সরকারী অনুমোদন লাগবে। আবার অনেক ক্ষেত্রে অনুমোদন লাগে না। Business Opportunities
কিভাবে শুরু করবেন?
এবার ধরুন কোনো রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন সেক্ষেত্রে সেবির অনুমোদনও লাগবেনা। শুধুমাত্র সেই রাজনৈতিক দলেরই অনুমোদন লাগবে। আর আপনি এখানে সঠিক ভাবে আপনার গভীর মতামত জানাতে পারলেই আপনি কত টাকার মালিক হবেন আপনি নিজেও বুঝতে পারছেন না। Business Opportunities
সোশ্যাল মিডিয়া এই জিনিসটা কটা মানুষের জীবনে নেই তা হাতে গুণে ফেলা যাবে। এই মাধ্যমে জনপ্রিয়তাকে স্বাভাবিক ভাবেই কাজে লাগাতে চাইছে যে কোনো বাণিজ্যিক সংস্থা। এখানে আপনার গভীর জ্ঞান থাকলেই হবে শুধুমাত্র কোনো পয়সা লাগবেনা। আপনার অভিজ্ঞতা শুধুমাত্র কোম্পানি গুলোকে জানাতে হবে তাহলেই আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবেনা।
এই সময় একাধিক স্টার্ট আপ গড়ে উঠেছে। আপনার টাইম ম্যানেজমেন্ট জ্ঞান আর লোকের সাথে কথা বলার পারদর্শীতা থাকলেই আপনাকে যে কোনো কোম্পানি তাদের অভিজ্ঞতায় শান দিতে আপনাকে ডাকবে। Business Opportunities
এই ব্যাবসায় কিভাবে সফল হবেন?
এবার প্রশ্ন হচ্ছে, আপনার ব্যাবসাকে কিভাবে দাড় করাবেন? এর অন্যতম মূল উপায় হলো মার্কেটিং ও বিজ্ঞাপন। আপনার ব্যাবসাকে লোকের কাছে পৌছতে হবে। তবেই ক্লায়েন্ট আসবে। বিজ্ঞাপন ঠিক মতো করতে পারলে এই ব্যাবসা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। Business Opportunities
কেমন লাগলো এই আইডিয়াটি। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আরও ইউনিক আইডিয়া পেতে নিচের লিঙ্ক গুলোতে চোখ রাখুন।
বিনামুল্যে আমূলের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করুন, এই অফার আর পাবেন না
৯০% সরকারি ভর্তুকি সাহায্য নিয়ে দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লাখ লাখ টাকা করুন
একটি কম্পিউটার থাকলেই, বিনামূল্যে আধার সেন্টার দিয়ে প্রতিষ্ঠিত হোন