LIC IPO Share – লগ্নিভূত হওয়ার পথে এবার দেশের বৃহত্তম বীমা সংস্থা। বিক্রি হচ্ছে শেয়ার কবে থেকে কিনতে পারবেন এই শেয়ার জানুন আজই।
অনেকেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে ভয় পান (LIC IPO Share)। কিন্তু একথা সকলেরই জানা যে, একটু জেনে বুঝে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে কিংবা মার্কেটের গতি প্রকৃতি নজর রাখলে ব্যাংক বা পোস্ট অফিসের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়।
আবার অনেকেই অনামী সংস্থায় টাকা বিনিয়োগ করতে চান না। কিন্তু সেই সংস্থা যদি আপনার পরিচিত এবং সরকারী হয়, তবে বিনিয়োগের প্রবনতা অনেক বেশী দেখা যায়। আর সেই জন্যই এলএইসি এর শেয়ার কেনার আগ্রহ দেখা যাচ্ছে জনগনের মধ্যে(LIC IPO Share)। আর আপনি যদি এলএইসি পলিসি হোল্ডার হয়ে থাকেন তবে অনেক সুবিধা পাবেন।
আরও পড়ুন – এক ধাক্কায় 7.5% সুদ দিচ্ছে এই ব্যাংক, কোন স্কীমে কি সুদ পাবেন দেখুন।
এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে এই শেয়ার ছাড়া হবে। কীভাবে কিনবেন, এবং আরো বিস্তারিত তথ্য পাবেন আমাদের এই প্রতিবেদনে। শোনা যাচ্ছে LIC IPO Share লঞ্চ হতে চলেছে আগামী ১১ই মার্চ। এই IPO দ্বারা মোটা অংকের টাকা মার্কেট থেকে তুলবে এলআইসি।
মিডিয়া সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহে SEBI অনুমোদন পাবে রাষ্ট্রায়ত্ত সংস্থার এই আইপিও। LIC আইপিও দ্বারা সরকার লাভ করবেন ৮ বিলিয়ন ডলার যার অংক ভারতীয় মুদ্রায় ৬৫,৪০০ কোটি টাকা। তবে ১১ই মার্চ শুধু অ্যাঙ্কার লগ্নীকারীদের ডাকা হবে। পরে বাকিদের।
সূত্রে খবর, LIC IPO Price Share প্রতি শেয়ারে মূল্য নির্ধারণ হয়েছে ২০০০-২১০০ টাকা করে। সরকার ইতিমধ্যেই একটি খসড়া SEBI অনুমোদনের জন্য জমা দিয়ে দিয়েছে। আশা করা যাচ্ছে আগামী তিন সপ্তাহের মধ্যে অনুমোদন পেয়ে আনুষ্ঠানিক ভাবে দিন এবং আইপিও ব্র্যান্ড প্রাইজ ঘোষণা করা হবে (LIC IPO Share)। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশের সকল বিখ্যাত বিনিয়োগকারীদের নিমন্ত্রণ পাঠানো হয়েছে।
আরও দেখুনঃ এই নিয়ম মেনে বিনিয়োগ করলে পাবেন অল্প বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা।
ধারণা করা হচ্ছে ১.৫৮ কোটি কর্মীদের জন্য জায়গা সংরক্ষিত রাখবে LIC (LIC IPO Share)। 1890 হারে এবং পলিসি হোল্ডারদের ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। এই কোটায় রিজার্ভ ব্যাংকের অধীনে আসার জন্য প্যান লিংক করার শেষ তারিখ ২৮ই ফেব্রুয়ারি ২০২২ নির্ধারিত করা হয়েছে। এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।