LIC IPO Share Price : লগ্নিভূত হওয়ার পথে এবার দেশের বৃহত্তম বীমা সংস্থা।
অতিমারী পরিস্থিতিতে বারংবার লকডাউনের জন্য দেশের অর্থনীতিতে নেমেছে ধস। তাই সরকার নতুন দিগন্ত খুঁজে চলেছে (LIC IPO Share Price)। প্রায় বেশিরভাগ সংস্থা বেসরকারিকরণের পথে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে ভারতের বৃহত্তম এবং সব থেকে বেশি ভরসা যোগ্য বীমা সংস্থা LIC (Life Insurance Corporation of India (LIC New Update)।
আগামী ১১ই মার্চ শেয়ার (LIC IPO Share Price) হতে চলেছে এই বীমা কোম্পানির যার মূল্য শুনলে মাথায় হাত পড়বে সকলের। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬০ হাজার কোটি টাকা। ভারতীয় বাজারে এত বড় IPO (Initial Public Offering) এর আগে কখনো আসেনি। সূত্রে খবর, ইতি মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন। প্রসঙ্গত এলআইসি হাউসিং এর শেয়ার তেমন মার্কেট না পেলেও এই শেয়ার আগামী কয়েক বছর ধুম মাচাবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা।
কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে, এই IPO শেয়ারের (LIC IPO Share Price) প্রায় ১০ শতাংশ সংস্থার এই পলিসির (Policy) অন্তর্ভুক্ত হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যান্য লগ্নিকারীদের তুলনায় সস্তাতে এই শেয়ার (LIC Share) কিনতে পারবেন তাঁরা। গত কয়েক বছরে মানুষের মধ্যে শেয়ারে লগ্নির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাদের আগ্রহের প্রবণতা বৃদ্ধি করতেই এমন উদ্যোগ সংস্থার।
২০২১ এর ডিসেম্বরে সংস্থার ওয়েবসাইটে আইপিও সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে LIC (LIC New Update)। যেখানে বলা হয়েছে, আলাদা করে পলিসি হোল্ডারদের জন্য আইপিও (LIC IPO Share Price) রাখা হবে। কোম্পানির পলিসি হোল্ডাররা চাইলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সরাসরি এই শেয়ার কিনতে পারেন।
তবে যিনি এই বীমাটির শেয়ার কিনতে চান তাঁর আঁধার নম্বরের সঙ্গে এলআইসি-র লিঙ্ক থাকা টা বাধ্যতমূলক করা হয়েছে এবং প্যান কার্ডের বিষয়ে আপডেট থাকতে হবে। আর একজন পলিসি হোল্ডার যদি ১০০০০ হাজার টাকার শেয়ার কিনে রাখেন, তবে তিনি সাথে সাথেই ছাড় পাবেন, এবং কয়েক বছরেই যার মারকেয়াট ভ্যালু লাখ টাকা পর্যন্ত হতে পারে। কারন ইতিমধ্যেই এই শেয়ার (LIC IPO Share Price) নিয়ে গ্রাহকদের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে, তাতে ৬০ হাজার কোটি টাকার শেয়ার বেচতে বেশী সময় লাগার কথা নয়। তাই শেয়ার বাজারে এর দাম চড় চড় করে বাড়বে।
বেড়ে গেলো, ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদের হার, কত বাড়লো দেখুন
প্রসঙ্গত বহু সাধারণ মানুষের ভবিষ্যৎও জড়িয়ে আছে এই বীমার সাথে। তাদের যাতে পথে বসতে না হয় তার দায়িত্ব ও সরকারের থাকা কাম্য। সব কিছু মাথায় রাখতে রেখে মধ্যবিত্ত মানুষদের সাধ্যের মধ্যেই সব টা রাখা হবে (LIC New Update)। এই বিষয়ে আপনার কি মতামত, এলআইসি এর শেয়ার কি জনপ্রিয়তা পাবে? নিচে কমেন্ট করে জানাতে পারেন।
পোষ্ট অফিসের নতুন স্কীমে, প্রতিমাসে ১০০০ টাকা বিনিয়োগে ৩ বছরে লাখ টাকা