দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারির নাম পাল্টে বাংলা ডেয়ারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। বিশ্ব বাংলা ব্র্যান্ডের সঙ্গে সাযুজ্য রেখেই এই নাম পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল।বুধবার নবান্নে মমতা বলেন, মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা।অনেক বার বলেছি আগে। মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা দুধ দেয়। চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন? এ নিয়ে প্রধান সচিব এবং মুখ্যসচিবের সঙ্গে কথা হয়ে গিয়েছে। কিছু দিন সময় লাগবে। তার পর রাজ্য সরকার বাংলা ডেয়ারি চালাবে বলে জানান মমতা। তাঁর বক্তব্য, বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চলছে। কিন্তু আর চালাব না।এ ছাড়াও মানবিক প্রকল্পের আওতায়,ডিম, মাছ, মাংসের উৎপাদন বাড়ানোয় রাজ্য সরকার জোর দেবে বলে জানান মমতা। রাজ্যে পোলট্রির সংখ্যা বাড়ানো হবেও বলে জানিয়েছেন তিনি।