Business Ideas from Home : মাত্র একবার ব্যায় করে ব্যাবসা শুরু করে বাকি জীবন নিশ্চিন্তে আয় করুন।
বর্তমানে চাকরীর বাজার খারাপ হওয়ায় নতুন প্রজন্ম চাকরির থেকে বেশি ব্যবসার (Business Ideas from Home) দিকেই ঝুকছে। আর লকডাউন পরবর্তীতে বিগত দুই তিন বছর চাকরীর পরীক্ষা না হওয়ায় এখন প্রতিজোগিতায় টিকে থাকাই মুস্কিল। তাই জিবিকা হিসেবে ব্যাবসা হতে পারে আপনার পরের টার্গেট।
কিন্তু ব্যবসার জন্য দরকার যথেষ্ট পরিমাণ পুঁজি। আর দরকার দোকান, বা গোডাউন, অর্থাৎ বিশাল ইনভেস্টমেন্ট। কিন্তু সেই কথা ভেবে অনেকেই ব্যাবসার দিকে পা বাড়ান না। কিন্তু এমন যদি কিছু ব্যাবসা থাকে যেটি আপনি বাড়ি (Business Ideas from Home) থেকেই ব্যাবসা করতে পারবেন, এবং পুজি নেই বললেই চলে, তাহলে কেমন হবে? আপনিও যদি এই একই পথের পথিক বা একই কথা ভেবে থাকেন, তাহলে আজ আবারও এক নতুন আইডিয়া এনেছি আমরা আপনাদের জন্য (Business Idea)।
বর্তমানে চাকরির যে বেহাল অবস্থা তাতে ব্যাবসা কেই বেশিরভাগ মানুষ নিজেদের পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তবে আর্থিক টানাপোড়েনের কারণে সকলের পক্ষে সমান ভেবে ব্যায় করা সম্ভব নয় বা স্বল্প পুঁজিতে ব্যাবসা ও সম্ভব নয় বলেই অনেকে মনে করে থাকেন। তবে আর চিন্তা নয়। আজকে অল্প পুঁজিতে লাভবান ব্যবসার কথা বলবো এই প্রতিবেদনে (Business Ideas from Home)।
কমবেশি অনেকেই শুনে থাকবেন তেজপাতা বা বে লীফ (Bay Leaf Business) এর ব্যবসার কথা। আমদের দেশে অর্থাৎ ভারতে এটি একটি অন্যতম লাভবান হওয়ার ব্যাবসা (Business Ideas from Home) হিসেবে ধরা হয়। তেজপাতা চাষীদের জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের তরফে ৩০ শতাংশ সাবসিডি দেওয়া হয়।
এই ব্যাবসা করতে আপনাকে শুরুর দিকে একটু খাটতে হবে তবে পরে আপনি যথেষ্ট লাভবান হবেন। প্রথমে যত্ন সহকারে গাছটিকে বড় করতে হবে। তারপর গাছটি বড় হলে গাছটির খেয়াল রাখতে হবে। আজকাল উচ্চ ফলনশীল তেজপাতা গাছ এক বছর পর থেকেই পাতা পাওয়া যায়। আর গাছ যত বড় হবে, তত আয় বেশী হবে। তারপর এই গাছের পাতা থেকে লাখ লাখ টাকা আয় করুন। Business Ideas from Home
একটি কম্পিউটার থাকলেই, বিনামূল্যে আধার ফ্রাঞ্চাইজি নিতে ক্লিক করুন
◾কত টাকা আয় করতে পারবেন (How much you can earn from this business)?
একটি তেজপাতা গাছ থেকে আপনি বছরে নূন্যতম ৫০০০ টাকা আয় করতে পারবেন ৷ এবং তেজপাতার ২৫টি গাছ লাগালে বছরে ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ ব্যবসা যত বড় করবেন আপনার আয়ও ততই বাড়বে (Business Ideas from Home)। জাতীয় ভেষজ উদ্ভিদের চাষ হিসেবে ৩০% সাবসিডি ও দেওয়া হয়ে থাকে।
কেমন লাগলো আজকের Business Ideas from Home আর্টিকেল টি? সরকারী সাহায্য পেতে হলে নিচের আর্টিকেল গুলো পড়তে পারেন। অথবা নিচে কমেন্ট করতে পারেন।
৯০% সরকারি ভর্তুকি সাহায্য নিয়ে দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লাখ লাখ টাকা করুন
রাস্তার পাশে বাড়ী থাকলে, বিনা ইনভেস্টে পোষ্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে ক্লিক করুন