অলিম্পিয়ানদের স্কুলে নিয়ে গিয়ে অপুষ্টির বিরুদ্ধে প্রচারের উদ্যোগ মোদির। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে অভিনব উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ থেকে অপুষ্টি বিদায় করতে এবার অলিম্পিয়ানদের কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী। তিনি টোকিও অলিম্পিক্স থেকে ফেরা অলিম্পিয়ানদের প্রত্যেককে আগামী ২ বছরের মধ্যে ৭৫টি করে স্কুলে গিয়ে অপুষ্টির বিরুদ্ধে প্রচার চালানোর আর্জি জানিয়েছেন। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের মধ্যে প্রত্যেক অলিম্পিয়ানকে ৭৫টি করে স্কুলে গিয়ে প্রচারপর্ব চালানোর অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী।রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় হকি দলের সদস্যরা, পি ভি সিন্ধু-সহ একাধিক অ্যাথলিট। প্রত্যেকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেখানেই সিন্ধুর সঙ্গে আইসক্রিম খান মোদি। ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন টোকিও অলিম্পিক গেমসে ব্যডমিন্টনে ব্রোঞ্জ জয়ী পি ভি সিন্ধু। টোকিও অলিম্পিক্সে নজির গড়েছেন পি ভি সিন্ধু। দেশের প্রথম মহিলা অ্য়াথলিট হিসাবে দুটি অলিম্পিক্স পদক জিতে ফিরেছেন। তাঁর আগে ভারতীয় অ্য়াথলিটদের মধ্যে একমাত্র কুস্তিগীর সুশীল কুমারের জোড়া অলিম্পিক্স পদক রয়েছে। সোমবার, ১৬ অগাস্ট, স্বাধীনতা দিবসের পরের দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিন্ধু।