RBI Announcement Today – বন্ধ হয়ে গেলো আরেকটি ব্যাংক, আপনার টাকার এবার কি হবে?

RBI Announcement Today – বাতিল করে দেওয়া হলো আরও একটি ব্যাংকের লাইসেন্স (RBI cancelled another Bank Licence)।

দেশের আর্থিক পরিস্থিতি দেখে গত বছরেই বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে আর বি আই (RBI Announcement Today) (RBI- Reserve Bank of India)। আর তার মধ্যেই এই ঘোষণায় গ্রাহকের মাথায় কার্যত বাজ পড়লো। বন্ধ হয়ে গেলো আরেকটি ব্যাংক।

করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক পরিস্থিতির কথা ভেবে বিধিনিষেধ জারি করে RBI ( Reserve Bank of India)। আর্থিক পরিস্থিতি ভেঙে পড়ায় বাতিল করা হয় কিছু বিধিনিষেধ জারি করা হয় যার কারণে বহু মানুষ ব্যাংক পরিষেবা পায়নি দীর্ঘ সময় ধরে। RBI Announcement Today

কিন্তু পরিস্থিতি অনুকূল না হওয়ায় এবার ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (Independence Co-operative Bank Ltd)-এর লাইসেন্স বাতিল করতে বাধ্য হলো রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। এরপর থেকে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না এই ব্যাঙ্ক৷ RBI Announcement Today. এর আগেও একাধিক সমবায় ব্যাংক বা কো অপারেটিভ ব্যাংক বন্ধ হয়েছে।

আরবিআই এর তরফে ঘোষণা করলো, (RBI Announcement Today) ‘০৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ব্যাঙ্ক তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে৷ আরবিআই বৃহস্পতিবার এই নির্দেশ জারি করেছে। যার ফলে কার্যত মাথায় হাত গ্রাহকদের। যদিও জানানো হয়েছে টাকা গ্রাহকেরা পেয়ে যাবেন। কিন্তু কবে দেওয়া হবে সেকথা বলা হয়নি।

   বয়ানের নিয়ম অনুযায়ী, এই ব্যাংকের সকল গ্রাহকদের ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর বেশি টাকা থাকলে তারা সেটা পাবেন না অর্থাৎ এখানে ৯৯ শতাংশ অ্যাকাউন্ট হোল্ডার পুরো টাকা ফেরত পেয়ে যাবেন৷ অর্থাৎ ৯৯ শতাংশ গ্রাহকের ব্যাঙ্কে ৫ লক্ষ বা তার কম টাকা জমা রয়েছে৷ RBI Announcement Today

ফলে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হওয়ার জেরে ১ শতাংশ গ্রাহক প্রভাবিত হতে চলেছেন। ডিপোজিট ইন্সিউরেন্স ক্রেডিট গ্যারেন্টি DICGC এ নিয়ম অনুযায়ী, প্রত্যেক গ্রাহকরা অধিকতম ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার বিমা রয়েছে৷ আরবিআই – এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাঙ্ক ২.৩৬ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে। RBI Announcement Today

আরও নতুন খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আপনার কোনও মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিচের খবর গুলো পড়ুন।

পোষ্ট অফিসে এককালীন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন লাখ লাখ টাকা, নতুন বছরের সেরা স্কীম

ফেব্রুয়ারীর মধ্যে এই কাজটি না করলে ফ্রিজ হয়ে যাবে ব্যাংক একাউন্ট

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment