মাতঙ্গিনী হাজরা অসমের বাসিন্দা ছিলেন? উত্তর না। কিন্তু ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্য়ে ভাষণে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুল বলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইস্যুতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বিতর্কিত ভাষণের ভিডিও পোস্ট করে ট্যুইটারে খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হলেন? নিজে জানেন না। আবেগ নেই। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই হয়। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন। এই ধরনের ছোটখাটো ভুল হতেই পারে। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানেন না। বিজেপি নেতারা শুধু জানেন বিভাজনের রাজনীতি করতে।প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের