দেশের কৃষক বন্ধুদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা এবার থেকে মাসিক 3000 টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পে স্থায়ী জমি ও ভাগচাষীরা 18 থেকে 40 বছর পর্যন্ত কৃষকেরা এই প্রকল্পে অংশ নিতে পারবেন। প্রথমে পশ্চিম বঙ্গের কৃষকেরা না থাকলেও এবার থেকে তারাও অংশ নিতে পারবেন। আবেদনের জন্য লাগবে আধার কার্ড, বয়সের প্রমান, পারিবারিক আয়ের প্রমান, ব্যাংক একাউন্ট পাসবুক, মোবাইল নম্বর ও এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।কোনো কারণে আবেদনকারীর মৃত্য হলে এই প্রকল্পের মাসিক পেনসনের 50% পেনসন পাবেন আবেদনকারীর স্ত্রী বা নমিনি।