WB Primary TET – রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর, সবাইকে টেট সার্টিফিকেট দেওয়া হবে।

WB Primary TET – প্রাথমিকের টেট সার্টিফিকেট নিয়ে সুখবর।

দীর্ঘদিন পরে খুলেছে স্কুলের দরজা। আর রাজ্যে রয়েছে প্রচুর শিক্ষক (WB Primary TET) ঘাটতি। আর সেই ঘাটতি মেটাতে ততপর রাজ্য। বহু আইনি বাধা পেরিয়ে অবশেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আর এবার টেট প্রার্থীদের মধ্যে যারা পাস করেছেন, তাদের এবার সার্টিফিকেট দেবে পর্ষদ।

আর এই মুহূর্তে রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষার (WB Primary TET) সার্টিফিকেটের মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের সামনে এসেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর অবশেষে টেট সংক্রান্ত মামলার আপডেট পাওয়া গেলো। জেনে নেওয়া যাক বিস্তারিত।

রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য এই মুহুর্তের খবর আপডেট যেটা বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে 2019 সালের টেট মামলায় (WB Primary TET) 2014 সালের সকল টেট পাস চাকরিপ্রার্থীদের সার্টিফিকেট দিতে হবে এই মর্মে এবং এই মামলা ডিভিশন বেঞ্চের যায় সেখানে আজকের গুরুত্বপূর্ণ শুনানি হয়।

সংবাদসুত্রে জানা গেছে, শুনানির শেষে প্রাথমিক পর্ষদ (WBBPE) যেটা কোর্টে আগে স্বীকার করে নিয়েছিল, যে তারা টেট সার্টিফিকেট (WB Primary TET Certificate) দিতে রাজি। কিন্তু কেবল ট্রেন্ডদেরকে টেট(পাস) সার্টিফিকেট দেয়া হবে। বাকিদের কে পয়সা ফেরত দেয়া হবে। আর যার জন্যই এই মামলার শুরু হয়।

এবার কার্যত বলাই যেতে পারে যে, আগের হেয়ারিং গুলোই মান্যতা পেল আজকের আদালতে। প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু টাকা ফেরতের জন্য একটি শর্ত রয়েছে। জানা যাচ্ছে কেবল 2014 এর জন্য যারা নতুন ভাবে ফর্ম ফিলাপ করেছেন কেবল তাঁরাই টাকা ফেরত পাবেন। যারা 2012 সালের ভিত্তিতে বিনা টাকা দিয়ে 2014 টেট দিয়েছেন তারা টাকা ফেরত পাবেন না।

প্রসঙ্গত আগেই ঘোষণা করা হয়েছিলো, যারা ২০১২ সালের টেট পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তারা আগের এডমিট কার্ড দেখিয়ে বিনামুল্যে পরীক্ষায় বসতে পারবে। তাই তারা যেহেতু একই টাকায় দুইবার পরীক্ষা দিয়েছে, তাদের আর টাকা ফেরত দেওয়া হবে না।

সংবাদ সুত্রে আরও জানা গেছে, পর্ষদ এই নিয়ে চার সপ্তাহের মধ্যে একটি আবেদনের জন্য একটা পোর্টাল খুলবে। ঐ পোর্টালে আবেদন করতে হবে টেট সার্টিফিকেট এবং টাকা ফেরতের জন্য।

কিভাবে আবেদন করতে হবে?

প্রাথমিক পর্ষদ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ,সেখানে একটি পোর্টাল খুলবে। যোগ্য প্রার্থীদের সেখানে টাকা ফেরতের জন্য আবেদন করতে হবে।

প্রাথমিক পর্ষদ একটি পোর্টাল খুলবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে এই টাকা ফেরতের জন্য আবেদন করতে হবে প্রাথমিক পর্ষদকে এবং আরও জানা যাচ্ছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারী পোর্টালে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে হবে এই টাকা ফেরতের দেবার বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিজ্ঞপ্তি দিতে হবে।

প্রাইমারী ও হাইস্কুল টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

উল্লেখ্য NCTE( এনসিটিই) নোটিশে রয়েছে ,যখন টেট সার্টিফিকেট দেওয়া হবে তখন তার সমস্ত বিষয় গুলির নাম্বার উল্লেখ করতে হয়। কিন্তু আজকের এই আপডেট থেকে এখন অব্দি জানা যায়নি যে প্রাথমিক পর্ষদ প্রথমবারের জন্য টেট সার্টিফিকেট ইস্যু করতে চলেছে সেখানে কোনও নাম্বার উল্লেখ করবে কি না। তবে টেট সার্টিফিকেট কোনও চাকরীর নিশ্চয়তা দেয় না, বরং একবার টেট সার্টিফিকেট পেলে ভবিষ্যতে যে টেট পরীক্ষা (WB Prtimary TET) হবে সেখানে প্রার্থীরা তারা সরাসরি ইন্টারভিউ তে সুযোগ পাবে।

সাবধান, ভুলেও গুগলে সার্চ করবেন না এই পাঁচটি জিনিস

কোনও টাকা খরচ না করে, অবসর সময়ে অনলাইনে মোবাইলের মাধ্যমে টাকা আয় করতে ক্লিক করুন ইনকাম

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment