চাকরির পর পরই পেনশন চালু করতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে বিশেষ পদক্ষেপ নিলো রাজ্য সরকারের সেচ ও জলসম্পদ দপ্তর। পেনশন চালু নিয়ে এবং পেনশন বিতরণ প্রক্রিয়ায় গতি আনতে দফতরের করণিক, আকাউন্ট ডিপার্টমেন্ট এর কর্মী এবং যে সমস্ত কর্মীরা পেনসন ফাইল ও সার্ভিস বুক দেখাশোনা করেন, তাদেরকে ই পেনশন, HRMS, ও অফলাইন পেনশন ফাইলিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসেই শুরু হচ্ছে এই ভার্চুয়াল ও অফলাইন ট্রেনিং। রাজ্য সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্রুত পেনশন ফাইল প্রসেসিং ও পেনসন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এই ট্রেনিং রাজ্য সরকারের বিভিন্ন এনলিস্টেড কর্মীদের দেওয়া হবে। এর ফলে পেনসন প্রক্রিয়া আরো দ্রুত গতিতে হবে বলে মনে করা হচ্ছে।