How To Clear Loan – এই ৫ টি উপায় আপনাকে ঋণের ফাঁদ থেকে বার করে আনতে পারে!!
How To Clear Loan – দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের দাম যা বাড়ছে, আর সেই সাথে লকডাউনের ফলে রোজগার ও কমেছে। আর যার জেরে ঋণের ফাঁদে আটকে গেছে অনেকেই। এই পরিস্থিতে কিভাবে বাঁচবেন? কিম্বা অল্প আয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন? তাই কোনও পরিস্থিতিতে যদি ঋণের জালে আটকা পরেন, তাহলে কিভাবে বেরোবেন, এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
আমরা অনেক সময় অনেকে গাড়ি কেনার সময় অথবা বাড়ি কেনার সময় লোন নিয়ে থাকি। অনেক সময় শিক্ষা অথবা বিবাহের ক্ষেত্রে অনেকেই ঋণ নিয়ে থাকে। কিন্তু ঋণের সঠিক ব্যবস্থাপনা যদি না করা থাকে তাহলে অনেক সময় ফাঁদে পড়ে যান জনসাধারণ (How To Clear Loan)। যার ফলে আর্থিক সংকট দেখা দেয় এবং মানসিক শান্তি বিঘ্নিত হয়। মানসিক অবসাদ স্বাস্থ্যের জন্যেও ভালো নয়।
আবার অনেক সময় এমন ও হতে পারে আর্থিক পরিকল্পনা করা রয়েছে তবুও এক ব্যাক্তি ঋণের জালে জড়িয়ে গেছেন। আপনি যদি ঋণের ফাঁদে পড়ে যান তাহলে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে এছাড়াও ক্ষতি হতে পারে আপনার আর্থিক পরিকল্পনা। কিন্তু ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসারও কিছু উপায় আছে। ঋণের জালে জর্জরিত না হয়ে কিভাবে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন এই বিষয়ে কিছু টিপস জেনে রাখুন (How To Clear Loan)
১. ঋণ পর্যালোচনা করুন (review of total debts) (How To Clear Loan):
সর্বপ্রথম আপনি যে সমস্ত ঋণ নিয়েছেন সমস্ত ঋণের একটি তালিকা তৈরি করুন। সেই তালিকার মধ্যে ঋণ, ইএমআই এবং সুদের হারের মেয়াদ আলাদা ভাবে লিখে রাখুন। এই তালিকার মাধ্যমে আপনি সহজেই শনাক্ত করতে পারবেন আপনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল ঋণ কোনটি রয়েছে। এর ফলে আপনার সমস্যার কিছুটা সমাধান হবে। How To Clear Loan
২. সর্বপ্রথম ব্যয়বহুল ঋণ নিষ্পত্তি করুন (How To Clear Loan):
ঋণের তালিকার মধ্যে আপনার সবথেকে ব্যয়বহুল ঋণ যেটি রয়েছে সর্বপ্রথম এটি শোধ করার চেষ্টা করুন। প্রায় ৬.৬ – ৯ শতাংশ সুদ আপনি প্রদান করে থাকেন হোম লোন এর ক্ষেত্রে আবার ১০ – ১৬ শতাংশ সুদ আপনি প্রদান করেন ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে।
How To Clear Loan – অর্থাৎ খুব বেশি পরিমাণে সুদ প্রদান অনেক সময় আপনার অর্থকে প্রভাবিত করতে পারে। মনে রাখবেন ঋণ সর্বদা ব্যয়বহুল হয়ে থাকে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আরেকটি সমাধান রয়েছে সেটি হলো , আপনি সব থেকে সস্তা ঋণের ওপর টপ আপ প্রয়োগ করে উচ্চসুদে ঋণ বন্ধ করে দিতে পারেন। How To Clear Loan
৩. অতিরিক্ত আয়ের সম্পর্কে ভাবুন (How To Clear Loan):
যদি আপনার আয়ের অবস্থা সেইভাবে ভালো না হয়ে থাকে। দীর্ঘদিন ধরে আপনার সেইভাবে কোন আয় বৃদ্ধি ঘটছে না তাহলে আপনি আপনার চাকরি পরিবর্তন করার ব্যবস্থা করতে পারেন যেখানে আপনার আয় বৃদ্ধি ঘটবে অথবা সম্প্রতি অনলাইনে অনেক পার্টটাইম ব্যবসার প্রচলন হয়েছে সেগুলোর মাধ্যমে আপনার আয় বৃদ্ধি করতে পারেন। আপনার আয় যতো বাড়বে আপনি তত তাড়াতাড়ি ঋণ শোধ করতে পারবেন। How To Clear Loan
৪. প্রিম-পেমেন্ট সম্পর্কে ভেবে রাখুন:
যদি আপনার এমন কিছু সম্পদ থাকে যে গুলির পরিবর্তে আপনি অর্থ পেতে পারেন এবং সেই অর্থ দিয়ে আপনার ঋণ শোধ করতে পারেন তাহলে আপনি সেই সম্পদগুলি ব্যবহার করে ঋণ মেটাতে পারেন। আপনি আপনার বাজেট একবার পুনর্গঠন এর মাধ্যমে যদি অপ্রয়োজনীয় কিছু খরচগুলো কমিয়ে ফেলতে পারেন,তবে সেই পরিমাণ অর্থ প্রি পেমেন্ট পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। কিছুটা হলেও আপনার ঋণের বোঝা কমতে পারে এই প্রি-পেমেন্ট এর মাধ্যমে। How To Clear Loan
৫. অত্যাধিক ঋণ এড়িয়ে চলার চেষ্টা করুন:
যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে ঋণ নেওয়া অবশ্যই উচিত তবে যদি খুব বেশি পরিমাণে ঋণের বোঝা বেড়ে যায় তাহলে পরবর্তী কোন নতুন ঋণ নেওয়ার কথা চিন্তাভাবনা না করাই ভালো। এবং খেয়াল রাখবেন আপনার মোট আয়ের ৪০-৫০ শতাংশের বেশি যেনো আপনার ইএমআই এবং ক্রেডিট কার্ডের বিল যেন না হয়। How To Clear Loan
আরও পড়ুন, শুধু শুধু টাকা কাটছে ব্যাংক, কড়া নির্দেশ দিলো রিজার্ভ ব্যাংক, আর কাটা যাবে না