Madhyamik HS Exam News: রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই দাবীটাও মেনে নিলো শিক্ষা দপ্তর।

Madhyamik HS Exam News – পরীক্ষার্থীদের কথা ভেবে নয়া উদ্যোগ।

অতিমারী আবহে ক্লাস ঠিকমতো হয়নি, আর তার মধ্যেই টেস্ট পরীক্ষা আবার স্কুল বন্ধ (Madhyamik HS Exam News )। এদিকে পরিস্থিতি ঠিক থাকলে নির্ধারিত সময়েই হবে রাজ্যের দুই মেগা পরীক্ষা। কিন্তু পড়াশোনার অবস্থা খুবই খারাপ, তাই পরীক্ষার্থীদের পরীক্ষা পেছনোর দাবী ক্রমশ প্রকট হচ্ছে। আর এরই মধ্যে ভালো খবর পাওয়া গেলো।

ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অনলাইন ক্লাস এবং পাড়ায় পাড়ায় পড়াশোনা চলছে। আর এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইন ও টেলিভিশনের ক্লাসের পর এবার বাড়ী বাড়ী ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো। পরীক্ষার আগে (Madhyamik HS Exam News) গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা, এবং টেস্ট পেপার প্রাক্টিস করার জন্যই এই ব্যাবস্থা।

ইতিমধ্যেই ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার পরীক্ষার্থীদের জন্য স্থানীয় স্তরে গুরুপে গ্রুপে ভাগ করে পড়াশোনা শুরু হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রথমে মাধ্যমিক পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam News) শুরু হওয়ার কথা। আর তার আগেই এই স্পেশাল ক্লাস কাজে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

গতকাল থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে দুয়ারে স্কুল শুরু হল। মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রথমে মাধ্যমিক পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ। Madhyamik HS Exam News

পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের দূরত্বের কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নিজেরদের উদ্যোগেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা শুরু করলেন দুয়ারে পড়াশোনার উদ্যোগ। আর সংবাদসুত্রে জানা যাচ্ছে এবার নতুন সিলেবাসের উপর পরীক্ষায় কি কি আসতে পারে, কিভাবে (Madhyamik HS Exam News) পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়, এই ব্যাপারেই ক্লাস নেওয়া হবে।

ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন শিক্ষকেরা। কী ভাবে বেশি নম্বর পাওয়া যায়, তা বোঝানো হচ্ছে। পরীক্ষা ভাল দিতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও অতিমারী পরিস্থিতিতে ভয় এড়িয়ে পরীক্ষার মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য ও উপযোগী করে তোলা হচ্ছে। Madhyamik HS Exam News

এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, ‘‘দ্বিতীয় ও তৃতীয় ডেউয়ের কারণে বেশ কয়েক মাস ধরে স্কুল বন্ধ। কয়েক দিন খুলেও ফের বন্ধ হয়ে যায়। স্কুলে না যাওয়ায় আমাদের অনেকেই পড়াশোনার পরিবেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িতে এসে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস করানোয় আমরা উপকৃত হব।’’ Madhyamik HS Exam News

অন্যদিকে আরেক মাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, ‘‘জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছি। ভয় ছিল। বাড়িতে এসে শিক্ষক-শিক্ষিকারা পড়ানোয় তা অনেকটা দূর হয়েছে।’’ তবে ধীরে ধীরে পরীক্ষা পেছনোর ও দাবী তুলছেন পরীক্ষার্থীদের একাংশ। Madhyamik HS Exam News

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা, দেখতে ক্লিক করুন

আপনার কি মনে হয়, এই পরিস্থিতিতে পরীক্ষা নির্ধারিত সময়ে হওয়া উচিৎ নাকি পেছোনো উচিৎ। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার মতামত অতি গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট শীঘ্রই আসছে। Madhyamik HS Exam News

নম্বর কমে যেতে পারে, দেখতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment