WB School Reopen Date – রাজ্যে স্কুল খোলা নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্ত।
2020 সাল থেকে কিছুদিন বাদ দিলে প্রায় 2 বছর স্কুল কলেজ বন্ধ ( WB School Reopen Date )। দীর্ঘ সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর পুনর্বার খোলা হয়েছিল শিক্ষা সংস্থা গুলি কিন্তু করোনা অতিমারীর কারণে আবারও বন্ধ করতে হয়েছে সব। এর দরুন যে শুধু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই নয়, তারা মানসিক সমস্যার সম্মুখীনও হচ্ছে। শুধু পরুয়ারাই নয় শিশু মনেও এর বেশ প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। যার এখন থেকে যত্ন না নিলে এর প্রভাব হবে গুরুতর।
এর পরিপ্রেক্ষিতে ২৩শে জানুয়ারি একটি বিশেষ ওয়েবিনার করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা দফতর। যার নাম ” উজ্জীবন চর্চা ” যেখানে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষাবিদদের সাথে মনোবিদরাও। এই কর্মসূচির দ্বারা ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় মতামত নেবে শিক্ষাদফতর। তার উপরই নির্ভর করে শিক্ষা দফতর পরবর্তী সিদ্ধান্তে অগ্রসর হবে। অন্যদিকে সরস্বতী পুজোর আগেই আংশিকভাবে স্কুল খোলার ব্যাপারেও ব্রতী হয়েছে শিক্ষা দফতর (WB School Reopen Date)।
স্কুলে পঠন-পাঠন চালু না হওয়ার প্রতিবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিক্ষোভ দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের বক্তব্য, পশ্চিমবঙ্গের তুলনায় মহারাষ্ট্রে সংক্রমণ বেশি হওয়া সত্ত্বেও সে রাজ্যে ২৪ জানুয়ারি প্রাথমিক স্তর থেকে পঠন-পাঠন পুনরায় চালু হচ্ছে। অথচ এ রাজ্যে এখনও বিষয়টি আলোচনার স্তরেই সীমাবদ্ধ। শিক্ষকরা এদিন উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষোভে শামিল হন। WB School Reopen Date
এদিকে উন্নত প্রযুক্তিতে অনলাইনে ক্লাস করায় পক্ষপাতী নয় ছাত্রছাত্রীর একাংশ। কিছু অসুবিধা হচ্ছে বলেও জানিয়েছে বারংবার। তবে অভিভাবকদের পক্ষ থেকে প্রশ্ন উঠে এসেছে বারবার যে কবে স্কুল খোলা হবে? সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে স্কুল কলেজ খোলার দাবি। প্রাথমিক ভাবে বন্ধ নেই কোনো কিছুই তাহলে শিক্ষা প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রে কেনো এই ব্যতিক্রম। WB School Reopen Date
হাওড়ায় বাগনানে শিক্ষক সংগঠনের সম্পাদক আনন্দ হাণ্ডার বক্তব্য অনুযায়ী, “শিক্ষা ক্ষেত্রে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের শত শত শিক্ষক ‘চলো স্কুলে পড়াই’ কর্মসূচি পালন করছে। ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে, ক্লাবঘরে বা বারান্দায় কোথাও পাড়ায় পাড়ায় পড়ানো শুরু করেছেন। যতদিন না সরকার প্রাথমিক স্তর থেকে স্কুল চালু করবে ততদিন পড়ানোর কাজ চালিয়ে যাওয়া হবে।” WB School Reopen Date
“উজ্জীবন চর্চা” কর্মসূচির দ্বারা ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় মতামত নেবে শিক্ষাদফতর। তার উপরই নির্ভর করে শিক্ষা দফতর পরবর্তী সিদ্ধান্তে অগ্রসর হবে। অন্যদিকে সরস্বতী পুজোর আগেই আংশিকভাবে স্কুল খোলার ব্যাপারেও ব্রতী হয়েছে সরকার। WB School Reopen Date
অন্যদিকে শিক্ষক মহল মনে করছেন, যদি পাড়ায় পাড়ায় শিক্ষাদান চালু করা যায় তবে স্কুলে ভাগ ভাগ করে ক্লাস নয় কেন? যেখানে প্রতি ক্লাসে ১০ থেকে ১৫ জন করে ক্লাস করলেও সপ্তাহে দুই তিন দিন তাদের ক্লাস করা যায়। তাতে অন্তত পক্ষে পড়াশোনাটা চালু থাকে। আপনাদের এই ব্যাপারে মতামত কি, নিচে কমেন্ট করে জানাতে পারেন। WB School Reopen Date