Youtube Ad Blocker – ইউটিউবে অ্যাড আসা বন্ধ করবেন কিভাবে
বিশ্বের অন্যতম ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউবে অ্যাড আসবে এটা একদম স্বাভাবিক ব্যাপার (Youtube Ad Blocker)। কারন এই অ্যাডের উপর নির্ভর করেই ইউটিউব এবং ভিডিও ক্রিয়েটররা টিকে আছে। এটাই স্বাভাবিক যে, অ্যাড ছাড়া ইউটিউব ভিডিও আশা করা যায় না। মূলত এই অ্যাড থেকে আসা রেভিনিউ দিয়েই ইউটিউব এবং ইউটিউবাররা টিকে আছেন। কিন্তু এই অ্যাড ব্লক করতে আপনাকে প্রিমিয়াম মেম্বারশীপ নিতে হয়, যেটা সকলের পক্ষে সম্বব নয়। তবে একমন কিছু উপায় অবশ্যই আছে যেখানে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারবেন।
আর বর্তমানে গান শোনার জন্য বেশ কিছু জনপ্রিয় অ্যাপ (উইনক মিউজিক, সাওয়ান প্রভৃতি) লঞ্চ হয়েছে। তবে যারা ভিডিওর সাথে গান শুনতে ভালোবাসেন তারা দিনে অনেকটা সময় ইউটিউবে কাটান। কিন্তু গান শুনতে গেলেই আগে বিজ্ঞাপন (adds) তারপর গান। কিন্তু বিজ্ঞাপন সরাতে গেলে আপনাকে পেমেন্ট করতে বলে যা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখে নিন বিনামূল্যে কিভাবে বিজ্ঞাপন (Youtube Ad Blocker) ব্লক করবেন।
বিজ্ঞাপন ব্লক করতে হলে আপনাকে আপনার স্মার্টফোনে একটি অ্যাপ (application) ডাউনলোড করতে হবে। তার জন্য গুগল প্লেস্টোরে (Play Store)- এ গিয়ে ‘ফ্রি অ্য়াডব্লকার ব্রাউজ়ার: অ্যাডব্লক অ্যান্ড প্রাইভেট ব্রাউজার’ (Free Adblocker Browser: Adblock & Private Browser) অ্যাপ টি ডাউনলোড করুন (Youtube Ad Blocker)। অন্যান্য থার্ড পার্টি অ্যাপ থাকলেও বর্তমানে এটি সব থেকে সুরক্ষিত এবং কার্যকরী।
অ্যাপটির ব্যবহার :
কেবলমাত্র ইউটিউবের জন্যই এই অ্যাপটি আপনাকে ব্যবহার করতে হবে। শুরুতেই এই অ্যাপটি আপনাকে জিজ্ঞেস করবে, একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার জন্য সে ক্ষেত্রে আপনি গুগল বেছে নিতে পারেন। তার পরে সার্চ বারে গিয়ে ইউটিউব টাইপ করুন এবং যে কোনও ভিডিয়ো বিজ্ঞাপন ছাড়াই দেখতে পাবেন। এমনকি তার জন্য আপনার ইউটিউব অ্যাকাউন্ট থেকে সাইন-ইন করারও প্রয়োজন হবে না। (Youtube Ad Blocker)
এই অ্যাপটি ব্যবহারের জন্য অ্যাপটি নিজে থেকে কোনো তথ্য না চাইলেও বেশ কিছু তথ্য নিজে থেকে নেবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ,তার জন্য ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হবে না। যে সব তথ্য সংগ্রহ করবে সেগুলি হল, প্রডাক্ট প্যাকেজের নাম, প্রডাক্ট ভার্সন, প্রডাক্ট ইনস্টলেশন টাইম, কান্ট্রি কোড (country code), সিস্টেম ল্যাঙ্গুয়েজ (system language), সিস্টেম টাইম জোন, স্ক্রিন রেজুলেশন এবং ডিভাইসের অন্যান্য তথ্য সমূহ। (Youtube Ad Blocker)
আশাকরি এবার আর বিজ্ঞাপন আসবে না। নিজের সুরক্ষার জন্য মাঝে মাঝে এই অ্যাপ টি আনইন্সটল করে ফোন রিস্টার্ট করে আবার ইন্সটল করতে পারেন। তাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। (Youtube Ad Blocker)