প্রায় দু বছর ধরে স্কুল বন্ধ থাকায় কত শিশুর হয়তো আর কখনই স্কুলে যাওয়াই হবে না। কত মেয়ের জীবন বেঁধে গিয়েছে সাংসারিক জালে। কত ছেলে অল্প বয়েসেই পেটের জ্বালায় তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কাজের খোঁজে ছেলেবেলার বলিদান দিয়েছে। যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন হাজারো মানুষ, আজও সেই স্বাধীনতা অর্জন হয়নি। শান্তি, ন্যায় ও স্বাধীনতার জন্যই তো শিক্ষা। সে শিক্ষা থেকেই বঞ্চিত শিশুরা। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ছাত্র ছাত্রীরা সেই শান্তি, ন্যায় ও স্বাধীনতার দাবিতেই একসাথে।