Online Class – সকল পড়ুয়াদের অনলাইন ক্লাস করতে হবে।
Online Class – অতিমারী কবে যাবে, সেই অপেক্ষায় আর বসে থাকতে নারাজ শিক্ষাদপ্তর। আর সেই সাথে পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই এবার সর্বস্তরের ক্লাসের জন্য অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দেওয়া হলো। এবার থেকে নিয়ম মেনে হবে অনলাইন ক্লাস। আর সেই মত ক্লাস যে ঠিক মতো হচ্ছে তার স্ক্রীনশট ও প্রমান হিসাবে শিক্ষা দপ্তরকে দিতে হবে।
এদিকে, দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য গতকাল থেকেই অনলাইন ক্লাস (Online Class) চালু করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদেক জন্যও টেলিফোনিক ক্লাস ফিরিয়ে আনল তারা।
দূরভাষে শিক্ষার এই ব্যবস্থাও চালু হয়ে গিয়েছে সোমবার অর্থাৎ ১৭ জানুয়ারি থেকেই। দূরভাষ শিক্ষায় রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে একটি টোল ফ্রি নম্বরে ফোন করে অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে কথা বলে পড়া বুঝে নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। অনলাইন ক্লাসের পঠন পাঠন অবশ্য আগের মতোই চলবে। Online Class
অন্যদিকে, ‘বাংলার শিক্ষা দূরভাষে’ প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়ারা সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ফোন করতে পারবে টোল ফ্রি নম্বর ১৮০০১২৩২৮২৩ নম্বরে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য দুপুর দেড়টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে ফোন করার সময়। নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে দুপুর দেড়টার পর থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সময়। Online Class
আর এবার প্রাথমিক থেকে শুরু করে সমস্ত স্তরের পড়ুয়াদের অনলাইন ক্লাস (Online Class) বাধ্যতামূলক করা হলো। প্রতি স্কুলের শিক্ষকদের ক্লাস নিতে হবে। এবং ক্লাস নেওয়ার বা গ্রুপ কলের স্ক্রীনশট ও প্রমান হিসাবে শিক্ষা দপ্তরকে জমা দিতে হবে।
এমনিতেই একদিকে অতিমারী, আরেকদিকে পড়ুয়াদের ভবিষ্যৎ, দুইয়ের মধ্যে যথেষ্ট চাপে রয়েছে শিক্ষাদপ্তর। আর এই মুহূর্তে যে পড়াশোনা চালু করা দরকার তা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন। Online Class