Simple Business Opportunity Business Idea – আপনার জন্য আবারও নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি আমরা।
চাকরী না পেয়ে হতাশায় গ্রাস করছে? এবার চাকরির চিন্তা ছাড়ুন। আর নেমে পড়ুন ব্যবসায় (Simple Business Opportunity)। নিজে সাবলম্বী হয়ে, আয় করুন মোটা টাকা। আজকে এমনই একটা ব্যাবসার কথা বলবো, যেখানে কম্পিটিশন অনেক কম কিন্তু মার্কেটে চাহিদা অনেক বেশী।
আজ যে ব্যবসার কথা বলছি তা হলো চিপস এর ব্যাবসা (Simple Business Opportunity)। ছোট থেকে বড় সকলকেই চিপস খেতে ভালোবাসেন , বিভিন্ন অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে সব ধরনের মানুষ খেয়ে থাকেন এবং এটি সব মরশুমের খাদ্য। তবে আলুর চিপস এর পাশাপাশি কলার চিপসের ও চাহিদা যথেষ্ট বেশি। আলুর চিপস এর তুলনায় কলার চিপস এর সাইজ ছোট বলে বড় বড় কোম্পানি কলার চিপস তৈরি করতে নারাজ। আর এর জন্যই আপনি কলার চিপস তৈরি করে মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন।
প্রয়োজনীয় সরঞ্জামঃ
কলার চিপস তৈরি করার জন্য দরকার কাঁচা কলা ,লবণ, কিছু মশলা, সাথে দরকার কলা ধোঁয়ার মেশিন, কলার খোসা ছাড়ানোর মেশিন, ভাজার জন্য মেশিন, মশলা মেশানোর মেশিন, ও প্যাকিং এর মেশিন। Simple Business Opportunity
কলার চিপস তৈরির মেশিন https://www.indiamart.com/ বা https://india.alibaba.com/index.html এই ওয়েবসাইট থেকে কিনতে পারেন৷ মেশিন রাখার জন্য 4000 5000 sq. ft জায়গা লাগবে৷ এই মেশিন আপনি ২৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। Simple Business Opportunity
প্রক্রিয়া ও খরচঃ
৫০ কিলো চিপস তৈরি করার জন্য প্রয়োজন কমপক্ষে ১২০ কিলো কাঁচকলা ৷ ১২০ কিলো কাঁচকলা আপনি ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ৷ এর সঙ্গে ১২ থেকে ১৫ লিটার তেল লাগবে ৷ ১৫ লিটার তেল ৭০ টাকার হিসেবে ১০৫০ টাকা হবে ৷ চিপস ফ্রায়ার মেশিনের দ্বারা ১ ঘণ্টায় ১০ থেকে ১১ লিটার পেয়ে যাবেন৷ ১ লিটার ডিজেল ৮০ টাকার হিসেবে ১১ লিটারের জন্য খরচা হবে ৯০০ টাকা। Simple Business Opportunity
নুন ও মশলার জন্য খুব বেশি হলে ১৫০ টাকা খরচ ৷ হিসেব অনুযায়ী, ৫০ কিলো চিপস তৈরির জন্য ৩২০০ টাকা খরচ হবে ৷ এক কিলো চিপসের দাম প্যাকিংয়ের দাম মিলিয়ে ৭০ টাকা পড়বে, যা আপনি অনলাইনে বা দোকানে সহজেই ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করতে পারবেন। Simple Business Opportunity
অল্প লাভ থেকে শুরু করলে আপনি ও মাসে আয় করতে পারবেন লাখ লাখ টাকা। তাহলে আর কোনো চিন্তা নয়। শুরু করে ফেলুন এই ব্যাবসা। আমাদের এই Business Idea তা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া অন্য প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। Simple Business Opportunity
আরও পড়ুন, বিনা ইনভেস্ট এ সবচেয়ে লাভজনক ব্যাবসার আইডিয়া পেতে ক্লিক করুন