Unlimited Free Recharge – আবার গুনতে হবে বেশি টাকা, ইন্টারনেতের খরচ বাড়ছে।
বিগত দুই মাস ধরে ইন্টারনেট পরিষেবার (Unlimited Free Recharge) খরচ বেড়ে যাওয়ার জন্য সাধারন মানুষের দুর্ভোগের সীমা ছিল না। তাই কার্যত গ্রাহকদের আশা ও ভরসার সাথী হয়ে উঠেছিল Starlink। কারন Starlink এই ক্রমাগত বৃদ্ধি পাওয়া ইন্টারনেটের দামে লাগিয়ে দিতে চলেছিল লাগাম। তারা লোকাল টাওয়ারের পরিবর্তে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মাধ্যমে সমগ্র দেশ বাসীর কাছে অর্ধেক খরচে ইন্টারনেট দিতে চেয়েছিলো।
কিন্তু বর্তমানে সেই আশার আলোতে পড়তে চলেছে অন্ধকারের ছাপ। কারন তার পেছনে লেগেছে কিছু কোম্পানি। তারা এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় জানিয়েছেন আপত্তি। কারন তাতে যে তাদের গ্রাহক কমে যাবে। তাই ভারতে আসছে না স্টারলিঙ্ক যার যেরে আখেরে লস হবে গ্রাহকদের। Unlimited Free Recharge
তাহলে কি বন্ধ হতে চলেছে starlink. ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে অসমর্থ হয়ে গেল starlink সংস্থা। পদ্দ্যত্যাগ করলো Starlink এর ইন্ডিয়ান হেড সঞ্জয় ভার্গব। অসফল হয়ে গেল Starlink ইন্ডিয়া। তবে শোনা যাচ্ছে, এবার নাকি, বাজার কাপাতে এখন যৌথ উদ্যোগে হতে চলেছে Hughes এবং Bharati airtel এর। Unlimited Free Recharge
সম্প্রতি Bharati airtel এর পক্ষ থেকে জারি করা হয়েছে নোটিশ, যেটিতে স্পষ্ট বলা হয়েছে এই বিষয় সম্পর্কে। এই দুই কোম্পানির চুক্তি অনুযায়ী Hughes Communication India Pvt Ltd এর শেয়ার থাকবে 67 শতাংশ এবং Bharati Airtel এর শেয়ার থাকবে 33 শতাংশ। এবং এই joint venture টির নাম হবে HCIPL। সম্প্রতি বিশেষজ্ঞরা দাবি করছেন যে এই দুই কোম্পানি পরবর্তী কালে সেটেলাইট পরিষেবাও দিতে সক্ষম হবে। Unlimited Free Recharge
এবং এই দুই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রথম দিকে ছোট সংস্থা গুলি কে এই পরিসেবা দেবেন। কিন্তু তারা এটাও স্পষ্ট করেছেন যে যদি কোন বড় সংস্থা তাদের কাছ থেকে সেটেলাইট ইন্টারনেট পরিসেবা চায় তাহলে তারা সেই পরিষেবাও দিতে সক্ষম। অর্থাৎ এটি স্পষ্ট যে starlink ইন্ডিয়া তে প্রভাব বিস্তার করতে অসফল হয়েছে। তারা মূলত Very Small Aperture Terminal (VSAT) মাধ্যমে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে।Unlimited Free Recharge
আপনারা হয়ত ভাবছেন যে এই VSAT কি তাহলে চলুন জেনে নাওয়া যাক এর সম্পর্কে
আপনাদের বোঝার সুবিধার জন্য বলে রাখি যে VAST কার্যত লোয়ার অর্বিট স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়ে থাকে। কারন ইন্টারনেট পরিষেবা এই লোয়ার অর্বিট স্যাটেলাইটের সাহায্যে হয়ে থাকে। এক্ষেত্রে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে একটি ডিস অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটের সংযোগ স্থাপন করা হয়। Unlimited Free Recharge
আপনাদের কি মনে হয় এই দুই কোম্পানি কি পারবে Starlink এর জায়গা পুরণ করতে? নাকি স্টারলিঙ্কের মতো এদের ও ভাগিয়ে দেবে অন্য কোম্পানী। নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে। Unlimited Free Recharge