Business Without Investment – পুজি ছাড়া এই ব্যাবসা আপনাকে কোটিপতি করে দেবে।

Business Without Investment – বিনা পুজিতে এই ব্যাবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।

Business Without Investment – বর্তমানে চাকরীর বাজার খুবই খারাপ। আর চাকরী না পেলে ঘরে বসে থাকাও বোকামী। তাই ব্যাবসার কথা ভাবতেই পারেন। তবে তার জন্য প্রয়োজন পুজি বা বিনিয়োগ। কিন্তু সেটাও যদি না থাকে তবে কি করবেন? আজ এই প্রতিবেদনে একমন কিছু ব্যাবসার কথা বলবো, যেখানে পুজি লাগবে না, এবং আয়ের পরিমান ও বেশি।

পুঁজি ছাড়া ব্যাবসা করার উপায় (Business Without Investment)

পুজি ছাড়া যদি টাকার মোটা অংক আপনি আয় করতে চান তাহলে জেনে নিন উপায় টি কি। কোনো খরচ না করেই আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসায়। পরে ব্যাবসা বৃদ্ধির সাথে সাথে এটিকে ফার্মে পরিণত করতে পারেন কিম্বা আরো বড় করতে পারেন।

Consultancy Services

Business Without Investment এর সবচেয়ে প্রথম উপায় হলো কনসালটেন্সি সার্ভিস। মানে, আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র ক্লাইন্ট দের থার্ড পার্টিকে ধরিয়ে দিতে হবে। বর্তমানে এর চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। এই সার্ভিসের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। যেমন আপনি যে কাজে অভিজ্ঞ, সেই ব্যাপারে পরামর্শ দিতে পারেন।

কনসালটেন্সি সার্ভিস চালু করার উদ্দেশ্যে, SEBI-এর নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা অমিতাভ তিওয়ারি বলেছেন যে বর্তমানে এই প্রকার ব্যবসার চাহিদা বাড়ছে। তিনি বলেছেন যে একজন পরামর্শদাতা হওয়ার জন্য, আপনার প্রাসঙ্গিক ক্ষেত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকা আবশ্যক এবং আপনার সময় পরিচালনার ব্যাপারটিও রপ্ত করতে হবে। আপনি এতে যত সময় বিনিয়োগ করবেন পরবর্তীতে এই সময়ই আয়ের আকারে আপনার কাছে ফিরে আসবে। (Business Without Investment)

তিনি আরও জানিয়েছেন যে এমন কিছু ক্ষেত্র বা বিষয় আছে যেখানে আপনি শুধুমাত্র আপনার দক্ষতার ভিত্তিতে একজন উপদেষ্টার ভূমিকা পালন করতে পারেন। উদাহরণ স্বরূপ দেখা যেতে পারে, আপনি যদি কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ক্যাম্পেনের পরামর্শদাতা হন তাহলে আপনাকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়ারও প্রয়োজন পড়বে না। (Business Without Investment)

Social Media Marketing

বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবসার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আপনি সেখান থেকেই শুরু করতে পারেন আপনার ব্যাবসা। সোশ্যাল মিডিয়া তে নিজেকে একটি বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করুন। কে বলতে পারে আপনি হয়তো সেখান থেকেই পেয়ে গেলেন আপনার প্রথম ক্লায়েন্ট। তারপর ধীরে ধীরে ব্যবসাকে বড় করুন। যতো সময় দেবেন ততই টাকা লাভ করবেন। (Business Without Investment)

এছাড়াও আরো কয়েকটি বিষয় রয়েছে, পরবর্তী পোস্ট আলোচনা করবো (Business Without Investment)। আমাদের বিজনেস আইডিয়া বিভাগে নানা রকম ব্যাবসার পরিকল্পনা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, আপনার পছন্দের আর্টিকেল সেখানেই পাবেন।

আর পড়ুন, আমুলের ফ্রাঞ্চাইজি নিতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment