Madhyamik HS Exam News – আক্রান্ত বোর্ড এর কর্তারা, ছাপা হয়নি প্রশ্ন, কি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক।
গতকালই রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে, পনেরো জানুয়ারী পর্যন্ত নয়, লক ডাউনের মেয়াদ আরো বাড়বে। কি হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের (Madhyamik HS Exam News)? একাধিক সুত্র থেকে বিভিন্ন ধরনের খবর আসছে যা রীতিমত প্রশ্ন তুলে দিচ্ছে, যে আদৌ নির্ধারিত সময়ে পরীক্ষা হবে তো?
চলতি সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (Madhyamik HS Exam News) পরীক্ষার প্রশ্নপত্র বন্টন এবং কলকাতা থেকে জেলায় জেলায় কিভাবে প্রশ্নপত্র পৌছবে,কাদের কি দ্বায়িত্ব থাকবে, এই বিষয়ে জরুরী মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু কর্মকর্তারাই তো আক্রান্ত হয়ে হোম আইসোলেসনে আছেন। মিটিং কিভাবে হবে? এছাড়াও আগামী মাসে যে প্রাক্টিক্যাল পরীক্ষা হবে সেই নিয়েও সংশয় রয়েছে।
এদিকে যে প্রশ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেই প্রশ্নপত্র এতদিনে ছাপা হয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানেও একটি খারাপ খবর আছে। তাই শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবেকি পিছিয়ে যেতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam News)। সংশ্লিষ্ট পর্ষদ (WBBSE) সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায় তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান পর্ষদের কর্তারা। ফলে এখনো প্রশ্নপত্রই ছাপতে পাঠাননি তাঁরা।
প্রতি বছরের রূটিন মাফিক নিয়ম অনুযায়ী জানুয়ারীর প্রথম সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের (Madhyamik HS Exam News) প্রশ্নপত্র ছাপতে পাঠানো হয় রাজ্য সরকারের সরকারী প্রেস কামারহাটির সরস্বতী প্রেসে। প্রথমে ছাপা হয় মাধ্যমিকের প্রশ্ন। প্রতিটি পরীক্ষার জন্য ৩ সেট করে প্রশ্নপত্র ছাপা হয়। কোনও কারণে একটি সেট বাতিল হলে বিকল্প সেট প্রস্তুত থাকে। কোন সেটে পরীক্ষা হবে তা পরীক্ষার কয়েকদিন আগে ঠিক করেন পর্ষদের আধিকারিকরা। ফলে প্রশ্ন ফাঁস হলেও পরীক্ষা বাতিলের মতো পরিস্থিতি এড়ানো যায়।
কিন্তু তিন সেট তো দুরের কথা প্রশ্নপত্রই পাঠানো হয়নি প্রেসে। পর্ষদ (WBBSE) ও সংসদ (WBCHSE) আরো কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে। যদিও সরকারী ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে গত বছর, পরীক্ষা কয়েকবার পিছিয়ে শেষে বাতিলই করে দেওয়া হয়। অন্যদিকে পরীক্ষা হবে কিনা, এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে। তাদের অনেকেই চান পরীক্ষা হোক নির্ধারিত সময়ে, আবার অনেকেই চান পরিস্থিতি ঠিক হলে পরীক্ষা নেওয়া হোক। Madhyamik HS Exam News
যদিও গত বছরের তুলনায়, এবারের পরিস্থিতি একেবারে আলাদা। জানুয়ারির প্রথম থেকেই ফের তাণ্ডব শুরু করেছে করোনা। রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে মার্চে হওয়ার কথা মাধ্যমিক। এপ্রিলে উচ্চ মাধ্যমিক। কিন্তু পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে নির্ঘণ্ট মেনে পরীক্ষা (Madhyamik HS Exam News) হবে কি না তা লাখ টাকার প্রশ্ন।
এদিকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা যাতে নির্দিষ্ট সময়ে হয়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রস্তুতি বাধা পাচ্ছে। এবার হোম সেন্টারে হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক ও হোম সেন্টারে নেওয়া যায় কিনা চিন্তাভাবনা চলছে। (Madhyamik HS Exam News)
আরও পড়ুন, বাতিল হয়ে গেলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বৈঠক, পড়তে ক্লিক করুন
সেজন্য পুরো ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কিন্তু করোনার জেরে বাতিল হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। যার জেরে আপাতত প্রশ্নপত্র ছাপতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদগুলি। সূত্রের খবর, আগামী ১৫ দিনে করোনা পরিস্থিতি কোথায় পৌঁছয় তা দেখে প্রশ্ন ছাপার ব্যাপারে এগোবে তারা। (Madhyamik HS Exam News)
যদিও পরীক্ষার্থী এবং অবিভাবকেরা চাইছেন এখনই বোর্ড এবং সংসদ ঘোষণা করুক, পরীক্ষা নির্ধারিত সময়ে নাকি পেছবে (Madhyamik HS Exam News) । কারন তাদেরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কিন্তু পরিস্থিতির দিয়ে তাকিয়ে রয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা। আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতিতে কি করা উচিৎ। পরীক্ষা নির্ধারিত সময়ে হওয়া উচিৎ, নাকি পেছানো উচিৎ, নাকি অনলাইনে? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট মুল্যবান। পরীক্ষার্থীরা কি চাইছেন সেদিকেও নজর রয়েছে কর্তাদের।
আরও পড়ুন, এবার পরীক্ষার্থীরা পাবেন ফ্রী টেস্ট পেপার, কবে থেকে দেবে দেখুন