Madhyamik HS Practical Exam: ওমিক্রনের গ্রাস এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ও প্র্যাক্টিক্যাল, পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত।

Madhyamik HS Practical Exam – অনিশ্চিত মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রাক্টিক্যাল পরীক্ষা

Madhyamik HS Practical Exam: Omicron অতিমারির বাড়াবাড়ির মোকাবিলায়, ৩ রা জানুয়ারী সোমবার থেকে আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। যার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তা স্বাভাবিক ভাবেই বাড়ল Practical Exam নিয়ে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষার ভবিষ্যৎ কী হবে?

Madhyamik HS Practical Exam:  অতিমারির প্রকোপ কমতে  থাকায় নবম থেকে দ্বাদশের ক্লাস চলছিল অফলাইনে। স্কুলে অফলাইনে টেস্টও হয়ে গেল । প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস কবে চালু হবে, সেই বিষয়ে আলোচনা চলছিল শিক্ষা শিবিরে। কিন্তু করোনার Delta এবং Omicron প্রজাতির বাড়াবাড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও স্কুলে পাঠ্যপুস্তক, মিড ডে মিলের সামগ্রী দেওয়া, টিকাকরণ প্রক্রিয়া, পরীক্ষার ফর্ম পূরণ চালু থাকবে বলে জানান শিক্ষা দফতরের এক কর্তা। চালু থাকবে স্কুলের প্রশাসনিক কাজও। কিন্তু কার্যত আবারও স্তব্ধ হয়ে গেলো শিক্ষা ব্যবস্থা।

কলেজ, বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষাগুলি অনলাইনে নিতে হবে বলে আগেই অ্যাডভাইজ়রি বা পরামর্শ-নির্দেশিকা দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। টিকাকরণ সম্পূর্ণ না হওয়ার জন্য যদিও এখনও অধিকাংশ ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে স্বচ্ছন্দ নন অভিভাবকদের একাংশ। Madhyamik HS Practical Exam

আরও পড়ুন, পিছিয়ে যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, বোর্ডের তরফ থেকে কি জানানো হলো, ক্লিক করুন

Madhyamik HS Practical Exam: শিক্ষকদের একাংশের প্রশ্ন, বর্ষ বিদায়, বর্ষবরণ, তার আগে পুজো, নির্বাচনে লাগামছাড়া হুল্লোড়ের জেরে করোনা ছড়িয়ে পড়ার পথ প্রশস্ত করে এ বার সামাল দেবে কে?

শিক্ষক মহলের একাংশের মতে, সব থেকে দুর্ভাবনার মধ্যে পড়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের প্রশ্ন, তাদের লিখিত পরীক্ষা এপ্রিলে। ১৫ ফেব্রুয়ারি থেকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে তো?

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষারথিদের টেস্ট পেপার কবে দেবে, জানতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment