তালিবান ত্রাসে কাঁপছে আফগানিস্তান। আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশে ফিরতে চেয়ে করুণ আর্তি রেখেছেন তাঁরা। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে ভারত সরকারও। সেই লক্ষ্যেই এবার চালু করা হল ইমারজেঞ্চি ইভিসা পরিষেবা। যাতে ফাস্ট ট্র্যাকের ভিত্তিতে আটকে পড়া নাগরিকদের ভিসা দ্রুত মঞ্জুর হয়। দেশের এই উদ্যোগে অনেকটাই স্বস্তি পাবেন তালিবানি কব্জায় পড়া ভারতীয়রা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।জানা গিয়েছে, নতুন এই ভিসা ক্যাটাগরির নাম e-Emergency X-Misc Visa। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের বর্তমান অচলাবস্থা বিচার করেই দ্রুত ভিসা মঞ্জুরের ব্যবস্থা করা হচ্ছে। ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে e-Emergency X-Misc Visa-র জন্য আবেদন করতে পারবেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়রা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি স্পেশাল আফগানিস্তান সেল চালু করা হয়েছে। এই ফোন নম্বরটি হল +919717785379 । এছাড়াও একটি ই-মেইল আইডিও চালু করা হয়েছে, [email protected]