Post office Scheme: অবসরের আগে হোক বা পরে, নিশ্চিত রিটার্ন পেতে এখনও অনেকেই পোস্ট অফিসের ওপরেই ভরসা করে থাকে, তবে এবার গ্রাহকদের জন্য কড়া নিয়ম বেধে দিলো ভারতীয় পোষ্ট অফিস। এই নিয়ম না মানলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এখনও খুবই জনপ্রিয় (Post office Scheme )। দেশে সর্বজনীন ব্যাংকিং পরিষেবার প্রসারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মূলত গ্রামাঞ্চলে যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলির শাখা প্রসারিত হয়নি সেখানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বুনিয়াদি ব্যাংক পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে।
তবে গ্রাহকদের উপর আর্থিক চাপ বাড়িয়ে এবার কড়া নিয়ম পোষ্ট অফিসের। নতুন বছর থেকেই এই নিয়ম চালু করছে ভারতীয় পোস্ট অফিস (India Post)। এই নিয়ম না মানলে সেভিংস একাউন্ট বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে ন্যূনতম মেনটেন্যান্স চার্জ খুব কম হওয়ায় সমাজের দরিদ্র অংশের মধ্যে পোষ্ট অফিসের বিনিয়োগ বিশেষভাবে জনপ্রিয়। আর সেখানেই এবার আঘাত পড়তে চলেছে, গ্রাহকদের উপর। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স নিয়ে কড়া নিয়ম বেধে দিল ভারতীয় পোষ্ট অফিস।
আগে ৫০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখলেই হতো। এখন সেই নিয়মের পরিবর্তন করে ৫০০ টাকা করা হয়েছে। মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকার থেকে কমে গেলে ১০০ টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও রয়েছে এই scheme এ, যদি আপনি নুন্যতম টাকা আপনার অ্যাকাউন্ট এ না রাখেন তাহলে পোস্ট অফিস আপনাকে কোন প্রকার এর সুদ দেবে না। (Post office Scheme)
এমনকি, টাকা না থাকলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পুনরায় খুলতে হলে নুন্যতম ৫০০ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে।
আরও পড়তে ক্লিক করুন, বেশি টাকা তুললেই চার্জ, বদলে গেল সব ব্যাঙ্কে এটিএম এ টাকা তোলার নিয়ম।
অন্যদিকে নতুন বছরে পোস্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে আসেছে আরও কিছু আকর্ষণীও Post office Scheme, সেই গুলি হল পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস মাসিক ইনকাম প্লান, ও পোস্ট অফিস টাইম প্লান। এই পরিষেবা গুলো আগে চালু থাকলেও এখন থেকে নতুন রুপে সম্পূর্ণ ব্যাঙ্কের মতই সমস্ত সুবিধা পেবেন গ্রাহকেরা।
এই প্লান গুলির মাধ্যমে আপনারা আপনাদের টাকা বেশী সুদে সঞ্চয় করতে পারেন খুবই সহজ ও সরল উপায়ে। যদি আপনারা এই প্লান (Post office Scheme) কাজে লাগান তাহলে আপনারা পেতে পারেন ৮.৪০ % সুদ প্রতি বছর, যা ব্যাঙ্কের চেয়ে বেশী।
Post office Scheme : আবার কেউ যদি গ্যাস ও বিভিন্ন সরকারী প্রকল্পের সরকারি ভর্তুকি পেতে চান, তাহলে তাঁকে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে হবে।
অন্যান্য সুযোগ সুবিধা :
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক করা থাকলে গ্রাহক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে টাকা অ্যাকাউন্টে নিতে পারবেন (Post office Scheme)। এছাড়া আপনি যদি আপনার টাকা দ্বিগুন করতে চান তাহলে পোস্ট অফিস আপনাদের জন্য নিয়ে এসেছে ৩ বছর এর প্লান জেটি আপনাকে ২১% থেকে ২৪% সুদ দেবে প্রতি বছর , যদি আপনি আপনার টাকা ৫ বছর এর জন্য রাখেন তাহলে পোস্ট অফিস আপনাদের ১৪% করে প্রতি বছর সুদ দেবে।
আরও পড়তে ক্লিক করুন, ট্রেনে এবার পকেটমার কিম্বা ব্যাগ হারিয়ে বা চুরি গেলে ক্ষতিপূরণ দেবে রেল।
আরও পড়তে ক্লিক করুন, 50 টাকা কমে পাবেন রান্নার গ্যাস, কি করতে হবে দেখুন।