প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টায় আমেরিকার একটি মিলিটারি কার্গো বিমানে চেপে বসলেন ৬৪০ জন আফগান যাত্রী! এমন দৃশ্য হয়ত আগে কখনও দেখেনি বিশ্ব। একটি মার্কিন কার্গো বিমান কাবুল বিমানবন্দরে পৌঁছতেই সেখানে চড়লেন বিপুল পরিমাণ যাত্রী। একটাই উদ্দেশ্য। তালিবানি (Taliban) আগ্রাসন থেকে প্রাণ বাঁচিয়ে পালানোর প্রবল চেষ্টা। ছবি ভাইরাল হতেই স্তম্ভিত গোটা বিশ্ব। জানা গিয়েছে, মোট ৬৪০ জন যাত্রী ওঠেন ওই বিমানে। তাঁর মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যাই বেশি। বিমানটিকে নিরাপদেই কাবুল থেকে কাতারে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এত সংখ্যক যাত্রী নিয়ে উড়ানের কথা ছিল না বিমানটির। এমনটাই জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু, আতঙ্কিত আফগান যাত্রীরা হুড়োহুড়ি করে বিমানে চড়ে বসেন।পাশাপাশি, চরম উদ্বিগ্ন কাবুলে কর্মরত ভারতীয়দের পরিবারও। তাঁদের কাবুল থেকে উদ্ধারের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করছে আটকে পড়া ভারতীয়রা।সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আধাসামরিক বাহিনীর জওয়ান ও বিদেশ মন্ত্রকের কর্মী সহ প্রায় ২০০ জন ভারতীয় এখনও কাবুলে রয়েছেন। সকলেই চাইছেন দ্রুত দেশে ফিরতে। প্রসঙ্গত, কাবুলের পরিস্থিতি ক্রমশই খারাপ থেকে খারাপতর হচ্ছে। বিদেশিরা তো বটেই কাবুল ছাড়তে চাইছেন বহু আফগান নাগরিকেরাও।