নতুন বছর থেকে খুলবে প্রথম থেকে অষ্টম শ্রেণী (Primary School Reopen), সেই আশায় বুক বেধেছিলো খুদে পড়ুয়ারা। তবে সেই আশায় কার্যত জল ঢেলে দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অতিমারীর এই নয়া প্রজাতির আতঙ্কে আপাতত ছোটদের ক্লাসে না জানিয়ে দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সেই ব্যাপারে গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।
শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে, যেহেতু আগামী ৭ জানুয়ারি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল (Primary School Reopen), তাই বিশেষ প্রস্তুতি নিচ্ছিল শিক্ষা দফতর। কিন্তু ওমিক্রনের কাঁটায় আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিনিময়ে উক্ত ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পুস্তক তুলে দেওয়া হবে।
প্রতিমাসে যেভাবে মিড ডে মিল দেওয়া হয় সেই পদ্ধতি বজায় রেখেই নতুন শ্রেণির পাঠ্যপুস্তক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে স্কুলগুলির তরফে। করোনার নয়া প্রজাতির সংক্রমণ নিয়ে এমনিতেই চিন্তা স্বাস্থ্য মহলের। এর মাঝে ১৮-এর নীচে কারোর টিকাকরণের কাজ শুরুই হয়নি। কবে টিকা আসবে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই ঝুঁকি রয়েছে। সেই কথা মাথায় রেখেই প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্লাস করানোর পথে আপাতত হাঁটছে না শিক্ষা দফতর (Primary School Reopen)।
এর আগেই, জানুয়ারি মাসে স্কুলের মিড ডে মিলের সামগ্রী দেওয়ার অর্ডার প্রকাশিত হওয়ায় জল্পনা আগেই ছিলো। এবারের এই নতুন অর্ডারে তা সত্যি হলো (Primary School Reopen)।
শিক্ষাদপ্তরের আধিকারিকদের মতে, হঠাৎ বিশ্বজুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তে স্কুল খোলা নিয়ে ধীরে চলো নীতিতে এগতে চাইছে রাজ্য সরকার। তার উপর উঁচু ক্লাসেই পড়ুয়াদের হাজিরার ছবি আশাব্যঞ্জক নয়। তাই এখন নিচু ক্লাসের জন্য স্কুল খুললে আদৌ কতজন আসবে, তাও ভাবতে হচ্ছে দপ্তরকে।
আরও পড়ুন, শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা দেখুন
এদিকে স্কুল খোলার জন্য বিভিন্ন স্তরের প্রস্তুতি নিয়েও তাই পিছু হটতে হয়েছে। আপনার কি মনে হয়, ছোট ক্লাস কি খোলা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনার মতামত গুরুত্বপূর্ণ। (Primary School Reopen)