২০১৬ সালে রাজ্য সরকারী কর্মীদের ষষ্ঠ বেতন (WB 6th Pay Commission) কমিশন গঠন হওয়ার পর, দীর্ঘ প্রতিক্ষার শেষে ২০১৯ সালে মাসে পে কমিশন ঘোষণা হয়। কিন্তু ডিএ ছাড়া পেকমিশন চালু হওয়ার নজিরবিহীন পে কমিশন এর আক্ষা দেন কর্মীরা। এরপর ৩% ডিএ ঘোষণা হয়। তবে এবছর পুজোর আগে ডিএ এর দাবী থাকলেও সেই আশা নিরাশায় পরিনত হয়।
অন্যদিকে নতুন বছরের শুরুতে ডিএ ঘোষনার আশা করেছিলেন কর্মীদের একাংশ। আর সেই আশায় কার্যত জল ঢেলে গেলো। বছর শুরু হতে আর কয়েকদিন। আর এর মধ্যে ডিএ নিয়ে ইতিমাচক কিছু আশা করা যাচ্ছে না। WB 6th Pay Commission
অন্যদিকে পে কমিশনের পর পে প্রোটেকশন কিম্বা গ্রেড পে নিয়ে যে সমস্ত জটিলতা ছিল, সেগুলোও আর আপাতত হচ্ছেনা। কারন ইতিমধ্যেই ষষ্ঠ পে কমিশনের (WB 6th Pay Commission) ঘরে তালা চাবি পড়ে গেছে। এখন আর যা হবে, ৭ম পে কমিশন (7th Pay Commission) বসার পর। তাহলে কি আর আপাতত বেতন বাড়ছে না? আর কি ডিএ ঘোষণা হবে না? এই প্রশ্ন আমরা অনেকবারই পাঠকদের থেকে কমেন্টে পাচ্ছি।
আরও পড়ুন, প্রতিমাসে মাত্র এক হাজার জমিয়ে পান ট্যাক্স ফ্রী লাখ লাখ টাকা, এইভাবে ইনভেস্ট করলে ব্যপক লাভ।
নব্বান্ন সুত্রের খবর আপাতত ডিএ ঘোষনার কোনও সম্ভাবনা নেই। আর সেই মতে বেতন বৃদ্ধি বলতে সেই জুলাই মাসের বার্ষিক ইঙ্ক্রিমেন্ট। অর্থাৎ আরও ৬, ৭ মাস অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের।
অন্যদিকে গত সাত মাস ধরে তিন তিন বার ডিএ ঘোষণা করে মোট ১১% ডিএ (৩%+৪%+৪%) আদায় করে নিলো, কেন্দ্রীয় সরকারী কর্মীরা। আর রাজ্যের কর্মীদের বকেয়া একটি পে কমিশন এবং ২৭% ডিএ।