দ্বিতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছে গোটা দেশ। সোমবারের তুলনায় দেশে আজ আরও কমল দৈনিক সংক্রমণ। বহুদিন বাদে দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। যা গত ১৫৪ দিনে সর্বনিম্ন, দেশে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, একদিনে করোনায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮৩০ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮৪৬। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লাখ মানুষ।দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কমছে করোনার প্রকোপ। সোমমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, একদিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০২। একদিনে রাজ্যে ভাইরাসে মৃত্যু হয়েছে ৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৬৯১ জন। বাংলায় সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার ৬৫। । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ৯২১। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৩১২।