Winter Trip – বড়দিনের ছুটিতে কম খরচে কাছে পিঠে বেড়ানোর ৫ ঠিকানা

অতিমারীর শঙ্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। আর শীতের শুরুতেই রয়েছে নতুন বছর আর বড় দিনের ছুটি (Winter Trip)। তাই এই সময়ে কাছেপিঠে ঘুরে আসতে পারেন। কলকাতার কাছাকাছি কম খরচে কয়েকটি জায়গার বিবরন দিয়ে আমাদের এই প্রতিবেদন।
অনেকদিন এই সময়কালে সকলেই বাড়িতে বসে বসে বোর হয়ে পড়েছেন, আর দীর্ঘ লকডাউনে ঘরবন্দীর পর এই সময়ে কলকাতার কাছেই এমন কয়েকটি যায়গা আছে যেখানে কম সময়ে এবং কম খরচে পৌঁছানো যায়।

মাছরাঙা দ্বীপঃ Winter Trip

অনেকেই আছেন যারা একা একাই ঘুরতে ভালো বাসেন যদি একান্তে কিছুদিন কাটাতে (Winter Trip) চান তাহলে যেতে পারেন এই মাছরাঙা দ্বীপে। কলকাতা থেকে মাত্র 71.9 K.m দূরে অবস্থিত এই দ্বীপ অন্যান্য সব দ্বীপের থেকে অনেকটাই আলাদা। ইছামতির মাঝখানে অবস্থিত এই দ্বীপের কাছেই বাংলাদেশ। এখান থেকে আপনি দেখতে পারবেন বাংলাদেশি জেলেদের মাছ ধরতে। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে ওখানে পেয়ে যাবেন ম্যানগ্রোভের ঘন জঙ্গলের সাথে একরাশ মাছ মাছরাঙার দর্শণও। এছাড়াও ঘন জঙ্গলে দেখা মিলবে আরও বিভিন্ন ধরনের পশু-পাখির।

হেনরি দ্বীপঃ

নামটি শুনে বিদেশি কোন দ্বীপ মনে হলেও কলকাতা থেকে এই দ্বীপের দূরত্ব মাত্র ১২৭ কিলোমিটার। বঙ্গোপসাগরের পাশে অবস্থিত এই দ্বীপে শীতের সময় গেলে দেখা মিলবে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির। এছাড়াও এই দ্বীপের চারপাশে আছে ম্যানগ্রোভ অরণ্য। Winter Trip

সুন্দরবনঃ

কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে সুন্দরবন। আর এই সময়ে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। বঙ্গোপসাগরের সুন্দরবন বলতেই আমাদের যা মনে পড়ে তা হল ম্যানগ্রোভের ঘন জঙ্গল। জলে কুমির আর ডাঙায় বাঘ। যদি একসাথে এত কিছুর দেখা পেতে চান তাহলে গন্তব্যের মধ্যে রাখতেই হবে সুন্দরবন। এছাড়াও এখানে গেলে দেখা মিলবে হরিণ, বড় কাঁকড়ারও। আর পুরো ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সি খুবই কম খরচে ট্যুর প্যাকেজ ঠিক করে। তাই এখনি যোগাযোগ করতে পারেন। Winter Trip

বকখালিঃ

দীঘা অনেকেই অনেকবার ঘুরেছেন তাই এবার পছন্দের তালিকায় বকখালির কথা একবার ভেবে দেখতেই পারেন। ভারতের মধ্যে একমাত্র এখানেই সাদা বালির সৈকত দেখতে পাওয়া যায়। এখানকার বিশালাক্ষী মন্দিরটিও দেখবার মত। কলকাতা থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বকখালির পরিবেশ অত্যন্ত মনোরম। Winter Trip

আরও পড়ুন, ফল কখন খাওয়া উচিত, খাওয়ার আগে না পরে?

ব্যারাকপুরঃ

এই ব্যারাকপুর যে এমন অনেক ঘোরার জায়গা আছে যেটি হয় তো আপনি আজওব্দি জানেন না। কলকাতা থেকে মাত্র 27.5 K.m দূরে এই ব্যারাকপুরের গা ঘেঁষে বয়ে যাচ্ছে হুগলী নদী। এই হুগলী নদীকে ঘিরে গড়ে উঠেছে গান্ধীঘাট। যার সকাল ও সন্ধ্যা বেলার দৃশ মন ভাল করে দিতে পারে সকলেরই। এছাড়াও এখানে রয়েছে ক্যাথিড্রাল, জহরকুঞ্জ গার্ডেন, মঙ্গল পাণ্ডে পার্ক।

আরও পড়ুন, পুরনো টাকা বা কয়েন থাকলে পেয়ে যাবেন লাখ টাকা, ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment