Madhyamik HS Exam 2022 – সিলেবাস শেষ হয়নি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর ও ক্লাস

দীর্ঘ কুড়ি মাস পরে খুলেছে স্কুল, আর তার কয়েকদিনের মধ্যেই শুরু হয়েছে টেস্ট পরীক্ষা (Madhyamik HS Exam 2022)। এই স্বল্প সময়ে সিলেবাসও শেষ হয়নি। অনেকেই টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবী তুলেছিলেন। কিন্তু মূল পরীক্ষার আর চার মাস বাকি, তাই টেস্ট পরীক্ষা পেছনো কার্যত অসম্ভব। তাই টেস্ট পরীক্ষার পর আরেক দফা ক্লাস চালু নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা।

শিক্ষা দপ্তর সুত্রে জানা গেছে, প্রথমে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক না হলেও, যেহেতু অতিমারী আবহে ফের সংক্রমণ বৃদ্ধি পেলে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার নম্বরই মূল নম্বর হিসাবে গণ্য হবে, তাই টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক হয়। Madhyamik HS Exam 2022

এবং শিক্ষা দপ্তরের কড়া নির্দেশ, প্রতিদিনের পরীক্ষার প্রশ্নপত্র মেইল করে পর্ষদ ও সংসদের কাছে পাঠাতে হবে। আর সেই প্রশ্নপত্র বাছাই করে সংসদ ও পর্ষদ থেকে টেস্ট পেপার প্রকাশ করবে। সেই টেস্ট পেপার পড়ুয়াদের দেওয়া হবে। আর সমস্ত কিছুই সময় সাপেক্ষা ব্যাপার। তাই পড়ুয়াদের দাবী থাকা স্বত্তেও টেস্ট পরীক্ষা পেছানো সম্ভব হয়নি। Madhyamik HS Exam 2022

অন্যদিকে যেহেতু সারা বছর ক্লাস হয়নি, তাই স্বভাবতই সিলেবাস ও শেষ হয়নি, এমতবস্তায় যদি টেস্ট পরীক্ষার পর ফের কিছুদিন ক্লাস চালু রাখা যায়, সেক্ষেত্রে সিলেবাস শেষ করা সম্ভব হবে। এই দাবী উঠছে পড়ুয়া, অবিভাবক ও শিক্ষক মহলের একাংশ থেকে। যদিও এর আগে টেস্ট পরীক্ষার পর ক্লাস হওয়ার রীতি নেই। তাই এই ব্যাপারে শিক্ষাদপ্তর আদৌ সীলমোহর দেবে কিনা, সেই ব্যাপারে প্রশ্ন উঠছে।

শিক্ষক মহলের একাংশের বক্তব্য, সিলেবাস শেষ না হওয়ায় পড়ুয়াদের সমস্যা হবে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একাদশ শ্রেণীতে একদম ক্লাস না হওয়ায় তারা অনেকেই দ্বাদশের পড়া বুঝতে পারছে না, যার ফলে তাদের আরেকটু সময় দেওয়া প্রয়োজন। Madhyamik HS Exam 2022

এবার পড়ুয়াদের দাবী মেনে আরেকবার ক্লাস চালু হবে কিনা সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়, টেস্ট পরীক্ষার পর কি ফের ক্লাস চালু হওয়া প্রয়োজন, নিচে কমেন্ট করে জানাতে পারেন। Madhyamik HS Exam 2022

আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিওর সট সাজেশন পেতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment