বিগত ৫-৬ বছর ধরে রমরমিয়ে মোবাইল মার্কেটে রাজ করেছে জিও। (BSNL 4G Plans) এবার বোধ হয় BSNL সেই জায়গাটা দখল করতে চলেছে। তার মূলত দুটি কারন, প্রথমত ধীরে ধীরে রিচার্জের খরচ বাড়াচ্ছে বেসরকারী কোম্পানীগুলো, এবং প্রায় বন্ধ হয়ে যাওয়া সরকারী কোম্পানী ঘুরে দাঁড়িয়ে এবার মার্কেটে যায়গা করার আপ্রান চেষ্টা চালাচ্ছে BSNL। আর এবার সারা দেশে BSNL 4G পরিষেবা চালু করতে চলেছে সরকারী সংস্থা।
আপাতত চেন্নাই ও কেরালা সার্কেলে এর 4G সার্ভিস থাকলেও কোম্পানির তরফে জানানো হয়েছে 2022 সালেই গোটা দেশে কোম্পানির 4G পরিষেবা শুরু হয়ে যাবে। আর BSNL সবচেয়ে কম খরচে পরিষেবা দেবে সেই কথাও জানা গেল। BSNL 4G Plans এর তালিকায় দেখা যাচ্ছে Jio, Airtel ও Vodafone এর থেকে অনেকটা কম দামে 4G পরিষেবা দিতে চলেছে BSNL 4G Plans.
আর যে সমস্ত গ্রাহকেরা শুধুমাত্র ভ্যালিডিটি চালিয়ে রাখতে চান তাদের ও মিলবে ১০০ টাকার মধ্যে ৬ মাসের ভ্যালিডিটি। এছাড়াও কম খরচে ৩ মাস ও এক বছরের ভ্যালিডিটি প্লান থাকবে। অনেকেই এখন একাধিক সিম ব্যাবহার করেন, কিন্তু মিনিমাম ভ্যালিডিইটি প্লানের খরচ বেড়ে যাওয়ায় সব সিম বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে দাড়িয়েছে। সেই সমস্ত গ্রাহকের কথা মাথায় রেখেই ১০০ টাকার নিচে রিচার্জে ৬ মাসের ভ্যালিডিটি প্লান আনার কথা ভাবছে বিএসএনএল। (BSNL 4G Plans)
BSNL 4G Plans
16 টাকা থেকে BSNL এর 4G প্ল্যানের দাম শুরু হচ্ছে। এই প্ল্যানে মিলবে মোট 2GB ডেটা। মিলবে 1 দিন ভ্যালিডিটি। এছাড়াও 56 টাকায় মিলবে 10GB 4G ডেটা। সাথে 10 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর পরেই রয়েছে 97 টাকার 4G প্ল্যান। এই প্ল্যানে 18 দিন ভ্যালিডিটির সঙ্গেই প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং। (BSNL 4G Plans)
আরও পড়ুন, ১০৭ টাকায় ২৮ দিন আনলিমিটেড কলিং, ইন্টারনেট, ক্লিক করুন
98 টাকা ডেটা প্ল্যান
এই প্ল্যানের নাম ডেটা সুনামি, দাম 98 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা মিলবে। সঙ্গে থাকছে বিনামূল্যে EROS Now সাবস্ক্রিপশন। এই প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন।
187 টাকা প্ল্যান
এই প্ল্যানেও প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
ওয়ার্ক ফ্রম হোম 151 টাকা প্ল্যান
বাড়ি থেকে অফিস করলে ব্যবহার করা যাবে 28 দিন ভ্যালিডিটির এই প্ল্যান। এই প্ল্যানের সঙ্গে মিলবে মোট 40GB ডেটা। এই প্ল্যানের সঙ্গে কলিং ও মেসেজিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে বিনামূল্যে Zing অ্যাপ সাবক্রিপশন পাবেন গ্রাহকরা।
198 টাকা প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 50 দিন। প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ মোট 100GB ডেটা ব্যবহার করা যাবে। তবে এই প্ল্যানের সঙ্গে কলিং ও মেসেজিংয়ের সুবিধা থাকছে না।
251 টাকা প্ল্যান
BSNL এর 251 টাকা 4G প্ল্যানের সঙ্গেও কলিং ও মেসেজিংয়ের সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানের সঙ্গে মিলবে মোট 70GB ডেটা।