বর্তমানে পোষ্ট অফিসে বিনিয়োগ (Post Office Scheme) করা এবং স্থায়ী এবং সুরক্ষিত রিটার্ন পাওয়া একটি অন্যতম ভালো পরিকল্পনা। আর কেন্দ্রীয় সরকারী এই প্রকল্পে সুদ ও যেমন বেশী পাওয়া যায়, তেমনি ট্যাক্স এর ছাড় ও রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে পোষ্ট অফিসের চেয়ে আর ভালো কিছু হতে পারেনা।
পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) আপনাকে কোটিপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে। তবে আপনাকে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। প্রথমত এর জন্য আপনাকে পিপিএফ অ্যাকাউন্টে প্রতিদিন ৪১৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। চিন্তা করবেন না, যারা এতো টাকা পারবেন না, তাদের জন্য ও সহজ হিসাব রয়েছে। পুরো আর্টিকেল পড়ুন। Post Office Scheme
যদিও এই অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর (Post Office Scheme), কিন্তু আপনাকে এটি ৫+৫ বছরের জন্য দুই বার করে বাড়াতে হবে। তাহলেই আপনি মেয়াদ শেষে কোটি টাকার ওপর ঘরে তুলতে পারবেন। আরও বড় বিষয় হল, এই স্কিমে আপনি ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে বার্ষিক ৭.১ শতাংশ সুদ পাবেন। এই প্ল্যান প্রতি বছর আপনাকে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও দেয়। সব মিলিয়ে এই প্ল্যান আপনাকে কোটিপতি করার সুযোগ দেবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে কত টাকা বিনিয়োগ করলে আপনি কোটিপতি হতে পারেন।
কিভাবে এবং কত টাকা জমাবেন?
১৫ বছরের জন্য বার্ষিক দেড় লক্ষ টাকা অর্থাৎ মাসিক ১২,৫০০ টাকা বা দিনে ৪১৭ টাকা হিসেবে জমা করলে মেয়াদ শেষে আপনি বিনিয়োগ করবেন ২২.৫০ লক্ষ টাকা। এবার মেয়াদপূর্তির সময়ে ৭.১ শতাংশ বার্ষিক সুদের সাথে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। এর ফলে ম্যাচিউরিটির সময়, আপনি সুদ হিসাবে পাবেন কমবেশী ১৮.১৮ লক্ষ টাকা। যা ১৫ বছরের শেষে যা গিয়ে দাঁড়াবে ৪০.৬৮ লক্ষ টাকা। Post Office Scheme
আরও পড়ুন, মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করলে সবচেয়ে বেশী সুদ পাবেন
আপনি চাইলে এই টাকা তুলেও নিতে পারেন। কিন্তু এই টাকাই ফের বিনিয়োগ করে আপনি হতে পারেন কোটিপতি। ১৫ বছর হওয়ার পর এই স্কিমটি আগামী ৫-৫ বছরের জন্য দু’বার বাড়াতে হবে। বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে, আপনার মোট বিনিয়োগ হবে ৩৭.৫০ লক্ষ টাকা।Post Office Scheme
আর মেয়াদপূর্তির পরে, আপনি ৭.১ শতাংশ সুদের হার সহ ৬৫.৫৮ লক্ষ টাকা পাবেন। অর্থাৎ, ২৫ বছর পর, আপনার মোট তহবিল হবে ১.০৩ কোটি টাকা। এবার যারা কম ইনভেস্ট করবেন তারা দিনে ৪০ থেকে ৫০ টাকা জমালে মাসে হবে ১২০০ থেকে ১৫০০ টাকা, ১৫ বছরে হবে ২ থেকে ২.৫ লক্ষ টাকা, এবং আরো দশ বছর পর আপনি হাতে পাবেন প্রায় ১১ লক্ষ টাকা। Post Office Scheme