সারা বছর ক্লাস হয়নি (Madhyamik HS Exam)। অনলাইনেও নিয়মিত ক্লাস হয়নি। এখনও এক মাস ও হয়নি স্কুল খুলেছে। স্কুল খোলার দুইদিন পরেই আবার রুটিন চেঞ্জ করে এক দিন পর একদিন ক্লাস হয়েছে। সব মিলিয়ে সর্বসাকুল্যে ১০ দিন এর মতো ক্লাস হয়েছে, আর এরই মধ্যে পরীক্ষার ঘোষণা হয়েছে। তাই পরীক্ষায় বসতে চাইছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ।
সংবাদ সুত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষা না নেওয়ার দাবীতে জেলা শিক্ষা অফিসে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। টেস্ট নেওয়া চলবে না। সরাসরি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik HS Exam) পরীক্ষায় বসার অধিকার দিতে হবে শিক্ষা দপ্তরকে। এই দাবিতে শুক্রবার জলপাইগুড়ি DI অফিসের সামনে বিক্ষোভ দেখাল মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ। এছাড়াও এই একই দাবিতে এদিন শহরের কদমতলা মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা।
গত ১লা ডিসেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে জানানো হয়, চলতি বছর মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক। ১৩ – ২৪শে ডিসেম্বরের মধ্যে নিতে হবে টেস্ট পরীক্ষা। প্রশ্ন করবেন স্কুলের শিক্ষকরাই। তবে প্রতিদিনের প্রশ্ন মেইল করে পর্ষদে পাঠাতে হবে। Madhyamik HS Exam
আর সেইসব প্রশ্নপত্র বাছাই করে টেস্ট পেপার বানাবে পর্ষদ ও সংসদ। এদিকে নিজের স্কুলের টেস্ট পরীক্ষার খাতাও দেখবেন নিজের স্কুলের শিক্ষকেরা। কিন্তু এত কম সময়ে পরীক্ষায় বসতে চাইছেন না পড়ুয়ারা। Madhyamik HS Exam
জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশে দাবি, প্রথমে বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছিল টেস্ট হবে না। ফলে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। হঠাৎই ১০ দিনের প্রস্তুতিতে তাঁদের টেস্ট দিতে বলা হচ্ছে। এর মধ্যে গোটা সিলেবাস শেষ করা সম্ভব নয়। ফলে টেস্টের ফল কারও আশানুরূপ হবে না। Madhyamik HS Exam
আরও পড়ুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে নকল রোধে CCTV?
সংবাদ সুত্রে জানা গেছে, টেস্ট বাতিল অথবা পিছিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে DI অফিসের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে তারা। অন্যদিকে, শিক্ষা দফতর সূত্রের খবর, কোনও কারণে মাধ্যমিকের সময় করোনার প্রকোপ বৃদ্ধি পেলে টেস্টের নম্বরের ভিত্তিতে মূল্যায়ণ হবে। তাই টেস্ট পরীক্ষা নিতেই হবে।
এদিকে পড়ুয়াদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ টেস্টের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হল না কেন? আর এই দোলাচলে কি হবে, সেটাই এখন দেখার। আপডেট আসছে।