Salary Hike – নতুন বছরের শুরুতে সরকারী কর্মীদের জোড়া বেতনবৃদ্ধির ঘোষণা

অতিমারী আবহে ঠিক মতো বেতন বৃদ্ধি (Salary Hike) না হওয়ার দরুন নতুন বছরের শুরুতে সরকারী কর্মীদের জন্য জোড়া সুখবর আসতে চলেছে। ইতিমধ্যেই অর্থদপ্তর এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। এবার আর্থিক অনুমোদন মিললেই জোড়া ফলায় বেতন বৃদ্ধি (Salary Hike)  হবে সারা ভারতের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। HRA Hike

কেন্দ্রীয় অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরকে বড় উপহার (Salary Hike) দেওয়ার তোড়জোড়ে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সংবাদ সূত্রের খবর নতুন করে ডিএ (DA Hikes) ঘোসনার সাথে সাথে বাড়িভাড়া ভাতা (HRA) নিয়েও চলছে আপাল আলোচনা ৷

প্রসঙ্গত এর আগে দীপাবলিতেও মোদি সরকার (Central Government) সরকারি কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ (DA of Central Government Employees) ৩% শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, যা গত জুলাই থেকে কার্যকর হয়েছে ৷ আর সম্প্রতি কেন্দ্রীয় মুল্যসুচকের হার সংশোধন করায় এবং যেহেতু বছরে দুইবার ডিএ ঘোষণা হয় তাই এবার ও ডিএ ঘোষণা হবে। এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বছরের শুরুতেই বাড়িভাড়া ভাতা ও (HRA Hike) বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে (Salary Hike)৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রক ১১.৫৬ লক্ষ সরকারি কর্মীদের হাউড রেন্ট অ্যালাওন্স (HRA) বৃদ্ধি করা বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ৷ অনুমোদনের (Salary Hike) পরেই কর্মীরা সরাসরি লাভবান হবেন ৷ যা কার্যকর করতে হবে ১ জানুয়ারি ২০২১ থেকেই ৷ আসলে ডিএ ২৫ শতাংশের বেশি হলেই এইচআরএ বৃদ্ধি হয়৷ এই প্রস্তাবটির অনুমোদন পেলেই জানুয়ারি ২০২১ থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এইচআরএ পাবেন (HRA Hike) ৷

নতুন এই নিয়মে শহরের ক্যাটাগরি অনুযায়ী তিনটি ভাগে বাড়িভাড়া পাবেন। বিভিন্ন শহরে বাসবাসকারীরা X, Y ও Z ক্যাটাগরিতে পাবেন বাড়িভাড়া (HRA) ৷ যে সমস্ত শহরে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা সেই শহরকে X ক্যাটাগরি, এই শহরে বসবাসকারী কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৭ শতাংশ, Y ক্যাটাগরির শহরে বসবাসকারী কর্মীরা ১৮ শতাংশ Z ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁরা ৯ শতাংশ হারে এইচআরএ পেয়ে থাকেন ৷ বর্তমানে X ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক বাড়িভাড়া ৫,৪০০ টাকা ৷ Y ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক বাড়িভাড়া (HRA) ৩,৬০০ টাকা ৷ এবং Z ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক বাড়িভাড়া ১,৮০০ টাকা ৷

২০২২ সালের ছুটির তালিকা দেখতে ক্লিক করুন

এবং ইতিমধ্যেই জানাগেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানুয়ারি ২০২২ থেকে বেসিক স্যালারি বাড়তে পারে ৷ ফলে নতুন বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর অপেক্ষা করছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment