বদলে যাচ্ছে পোস্ট অফিসে টাকা তলার নিয়ম। নতুন এই নিয়মে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে। পোস্ট অফিসের নয়া এই নিয়ম গ্রামীণ ডাক সেবা কেন্দ্র থেকে ও মিলবে। এবার থেকে ৫০০০ টাকার পরিবর্তে ২০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকেরা। তবে তার জন্য KYC Update করতে হবে গ্রাহকদের। ৫০০০০ টাকার অধিক লেনদেনে প্যান নাম্বার এবং পোস্ট মাস্টারের অনুমতি লাগবে। এবার থেকে সব পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক চেক অ্যাট পার চেক হিসাবে গন্য করা হবে। অর্থাৎ সাধারন কোর বাঙ্কিং এর চেকের মতোই। ৫০০ টাকার কম বালাঞ্চে এবার চার্জ লাগতে পারে। যে সমস্ত পোস্ট অফিসে কমন সার্ভিস সেন্টার আছে সেখান থেকে সরাসরি পাসপোর্ট এর আবেদন করা যাবে।